
এশিয়া কাপের সুপার ফোরের অলিখিত সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। শুরুতেই তিন উইকেট তুলে নিয়ে পাকিস্তানকে চেপে ধরেছে টাইগাররা। তাসকিন, শেখ মেহেদীর পর পাক শিবিরে জোড়া আঘাত হেনেছেন রিশাদ হোসেন।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠান জাকের আলী অনিক। বল হাতে ইনিংস শুরু করেন পেসার তাসকিন আহমেদ। প্রথম দুই বল ডট দেন তিনি।
তবে তৃতীয় বলেই একটি চার মারেন শাহিবজাদা। তবে পরের বলেই এই পাক ওপেনারকে আউট করেন তাসকিন। পয়েন্টে দাঁড়িয়ে থাকা রিশাদ হোসেনকে ক্যাচ দিয়ে ফিরে যান এই পাক ওপেনার।
এরপর ইনিংসের দ্বিতীয় ওভারে বোলিংয়ে এসে বাংলাদেশকে দ্বিতীয় সাফল্য এনে দেন শেখ মেহেদী। ক্রিজে আসা সাইম আয়ুবকে সাজঘরে ফেরান এই স্পিনার। তিন বলে খেলে রানের খাতা খোলার আগেই আউট হন এই পাক ব্যাটার।
এরপর ক্রিজে আসা অধিনায়ক সালমান আগাকে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন ফখর জামান। তবে রিশাদের জোড়া আঘাতে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে পাকিস্তান। ২০ বলে ১৩ করে ফখর ও ৭ বলে ৩ রান করে সাজঘরে ফিরে যান হুসেন তালাত।