
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার সবচেয়ে বড় নগরী গাজা সিটিতে দখলদার ইসরায়েলি বাহিনী ব্যাপক স্থল হামলা শুরু করেছে। এই হামলায় ২৪ ঘণ্টায় অন্তত ৭৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে উপত্যকাটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গাজা সিটি দখলের জন্য ইসরায়েলি বাহিনী তীব্র বিমান হামলা ও স্থল অভিযান চালাচ্ছে এবং ফিলিস্তিনিদের উচ্ছেদে সামরিক কৌশল ব্যবহার করছে।
স্থানীয়দের বরাতে আল জাজিরা জানিয়েছে, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) অঞ্চলটির প্রধান আবাসিক এলাকার দিকে এগিয়ে যাচ্ছে। ইউরোপিয়ান ইউনিয়ন সতর্ক করেছে যে, গাজা সিটিতে ইসরায়েলি অভিযানের ফলে মৃতের সংখ্যা বহুগুণ বেড়ে যাবে।
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেওয়ার জন্য হামাসকে কড়া বার্তা দিয়েছেন। এছাড়া, পশ্চিম তীরের নাবলুসেও ইসরায়েলি সেনাদের অভিযান চলছে। স্থানীয় গণমাধ্যম বলছে যে, কাফর কিল্লাল শহরে আইডিএফ শব্দ বোমা নিক্ষেপ করেছে।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, বর্ধিত এই স্থল হামলায় তাদের দুটি ডিভিশন অংশ নিয়েছে, যেখানে ২০ হাজারেরও বেশি সেনা রয়েছে। গাজা সিটিতে প্রায় ১০ লাখ মানুষ বসবাস করত। ইসরায়েল এই হামলা শুরুর আগে শহরটির সব বাসিন্দাকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছিল। কিন্তু এখনো সেখানে প্রায় ৬ লাখ মানুষ রয়ে গেছেন।