
বলিউডের তিন খানের বিরুদ্ধে যেন আদা জল খেয়ে লেগেছেন ‘দাবাং’ পরিচালক অভিনব কাশ্যপ। তাদের বিরুদ্ধে একের পর এক অভিযোগ তুলছেন, এমনকি বিস্ফোরক মন্তব্যও করছেন। সালমান, শাহরুখের পর এবার ‘মিস্টার পারফেকশনিস্ট’ খ্যাত আমির খানের বিরুদ্ধে অভিযোগ আনলেন এই ‘দাবাং’ নির্মাতা।
শুক্রবার (২৪ অক্টোবর) হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি তুলে ধরেন আমির খানের সঙ্গে তার বিজ্ঞাপনচিত্রে কাজের অভিজ্ঞতা।
তার দাবি, আমির খান নিখুঁত অভিনয়ের জন্য পরিচিত হলেও সেটে তার আচরণ সহশিল্পী ও নির্মাতাদের জন্য চাপের তৈরি করে।
অভিনব কাশ্যপ বলেন,‘তিনি সবকিছুতেই হস্তক্ষেপ করেন-এডিটিং, পরিচালনা…পুরো সিস্টেমটাই তার নিয়ন্ত্রণে থাকে। তার সঙ্গে কাজ করলে মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়তে হয়।’
পরিচালকের অভিযোগ, আমির এতটাই নিয়ন্ত্রণপ্রবণ যে অন্যরা নিজেদের মতো সৃজনশীল কাজ করার সুযোগ পান না।
এখানেই থামেননি। আমিরের কথিত পারফেকশনিজম নিয়েও প্রশ্ন তুলেছেন অভিনব কাশ্যপ।
এই পরিচালকের দাবি, একটা শটের ২৫টা টেক দিলেও প্রথম আর শেষ টেক একই রকম থাকে। বারবার টেক দেওয়ার ফলে নতুন কোনো কিছু হয় না।
রাজকুমার হিরানি ও রাকেশ ওমপ্রকাশ মেহরার মতো সফল নির্মাতারা এখনো নিয়মিত আমির খানের সঙ্গে কাজ করেন, এটা ভেবেই অবাক হন কাশ্যপ। ‘তারা এত বড় নির্মাতা…তাহলে কেন বারবার আমির খানের বাড়িতে বৈঠক হয়? তার মধ্যে এমন কী আছে,’ বলেন তিনি।
সাক্ষাৎকারে অভিনব কাশ্যপ বারবার দাবি করেন, আমির অনেক সময় অভিনেতার সীমা ছাড়িয়ে সৃজনশীল সিদ্ধান্তেও আধিপত্য দেখান।
এ সময় তিনি ‘দঙ্গল’ ছবির বাস্তব চরিত্র মহাবীর ফোগাটের প্রসঙ্গ তোলেন এবং স্থানীয় কুস্তি প্রশিক্ষণের উদ্যোগে আমির সাহায্য করেননি বলে মন্তব্য করেন।
যদিও তিনি এটাও বলেন, ‘হয়তো তিনি গল্পের কপিরাইটের টাকা দিয়েছেন। তাই তার কোনো বাধ্যবাধকতা নেই।’
এদিকে অভিনব কাশ্যপের এসব অভিযোগ নিয়ে আমির খানের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।