
এশিয়ান কাপ ফুটবলে বাংলাদেশ-ভারত ম্যাচ কেন্দ্র করে এবারও মুনাফা করেছে বাফুফে। মুনাফা করতে গিয়ে এবারও বাফুফে সাংবাদিকদের স্থান বিক্রি করেছে দিয়েছে। ঢাকায় স্টেডিয়ামের পশ্চিম দিকে অবস্থিত প্রেসবক্সের ওপরের স্থান একটি প্রতিষ্ঠানের কাছে বিক্রি করেছে।
প্রেসবক্সের ওপরের ছাদে, সাংবাদিকদের বসার স্থান। যেসব সাংবাদিকরা প্রেসবক্সে জায়গা পাবেন না তারা ওপরে ওভার ফ্লো বসে খেলা কাভার করবেন। সেভাবেই জাতীয় ক্রীড়া পরিষদ ওভার ফ্লো নির্মাণ করেছে। কিন্তু বাফুফে সেই স্থানটিকে বিক্রি করেছে।
টেকনো নামের প্রতিষ্ঠান সেটি কিনে নিয়েছে। নাম দিয়েছে স্কাই লাউঞ্জ। সেখানে অন্য কেউ প্রবেশ করতে পারবে না। হংকংয়ের বিপক্ষে বাংলাদেশের খেলার দিন সাংবাদিকরা ওভার ফ্লো স্থানে গিয়েছিলেন বসার জন্য। কিন্তু সেখানে সিকিরিউটি বাধা দেয়।
তা নিয়ে দ্বন্দ্ব হয়েছিল, বাফুফে সভাপতি তাবিথ আউয়াল প্রেসবক্সে গিয়ে সমাধানের প্রতিশ্রুতি দিয়েছিলেন। গতকাল আবার সেই একই চিত্র। সাংবাদিকদের বসার স্থান ওভার ফ্লো বিক্রি হয়েছে স্কাই লাউঞ্জ নামে।