
প্রথমবার চেলসির ডাগআউটে দাঁড়িয়েই ক্লাবের সমর্থকদের মনোভাব আঁচ করে নিয়েছেন লিয়াম রোজেনিয়র। সাউথ লন্ডনে ম্যাচ চলাকালে গ্যালারি থেকে সাবেক মালিক রোমান আব্রামোভিচের নামে গান শোনা গেলেও সহমালিক বেহদাদ এঘবালিকে নিয়ে তেমন কোনো প্রশংসা শোনা যায়নি। নতুন কোচ হিসেবে রোজেনিয়রের কাছে এই বার্তাও পরিষ্কার- সমর্থকদের মন জয়ের চ্যালেঞ্জ এখনো রয়ে গেছে।
তবে ফলাফলের দিক থেকে রোজেনিয়রের শুরুটা আশাব্যঞ্জক। এফএ কাপের তৃতীয় রাউন্ডে দ্য ভ্যালিতে চার্লটন অ্যাথলেটিককে ৫–১ গোলে উড়িয়ে দিয়েছে চেলসি। মাইলস লিউবার্নের গোলে এক পর্যায়ে ২–১ ব্যবধানে ম্যাচে উত্তেজনা ফেরালেও শেষ পর্যন্ত বড় ব্যবধানের জয় নিশ্চিত করে অতিথিরা।
প্রথম ম্যাচেই রোজেনিয়র চেলসির দ্বিতীয় সারির দল নামান। সাবেক কোচ এনজো মারেসকার অধীনে সাম্প্রতিক মাসগুলোতে খুব একটা সুযোগ না পাওয়া জোরেল হাতো, তসিন আদারাবিয়ো ও মার্ক গুইয়ি গোল করে নিজেদের প্রমাণ দেন। ইনজুরি সময়ে পেনাল্টি থেকে গোল করেন পেদ্রো নেতো ও এনজো ফের্নান্দেজ।
এই জয়ে প্রায় এক দশক পর চেলসির কোনো নতুন কোচ অভিষেক ম্যাচে জয় পেলেন। এর আগে ২০১৬ সালে আন্তোনিও কন্তে প্রথম ম্যাচেই জয় দিয়ে চেলসি অধ্যায় শুরু করেছিলেন। ম্যাচ শেষে রোজেনিয়র বলেন, ‘অনেক ইতিবাচক দিক ছিল এবং এটা নিঃসন্দেহে ভালো একটি শুরু। দলের মানসিকতা নিয়ে আমি খুব খুশি। দ্য ভ্যালির মতো মাঠে খেলা সহজ নয়, তবে আমরা ম্যাচ নিয়ন্ত্রণ করেছি এবং আমাদের প্রেসিং ছিল দুর্দান্ত।’
আগামী বুধবার কারাবাও কাপ সেমিফাইনালের প্রথম লেগে আর্সেনালের মুখোমুখি হবে চেলসি। আর রোজেনিয়রের প্রিমিয়ার লিগে অভিষেক হবে স্ট্যামফোর্ড ব্রিজে ব্রেন্টফোর্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে।