
ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল (এফআরসি)-এর ‘অ্যাকশন প্ল্যান’ বাস্তবায়নের লক্ষ্যে দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য অর্থ বিভাগ ও এফআরসিকে নির্দেশ দিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। রবিবার সচিবালয়ে অনুষ্ঠিত বাংলাদেশের অর্থনীতিতে এফআরসির ভূমিকাবিষয়ক এক সেমিনারে তিনি এ নির্দেশ দেন। সেমিনারে ‘এফআরসি অ্যান্ড ইকোনমিক গভর্ন্যান্স ইন বাংলাদেশ’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংস্থার চেয়ারম্যান ড. মো. সাজ্জাদ হোসেন ভূইয়া। অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
বৈঠকে অর্থ উপদেষ্টা পাঁচটি বিষয়ে নির্দেশনা দিয়েছেন। এগুলো হচ্ছে, ৫৭ জন কর্মকর্তা/কর্মচারীর নিয়োগ দ্রুত সম্পন্নকরণ। এফআরসির চারটি বিধিমালা জারিকরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ। এফআরসির অটোমেশনের জন্য কর্মসূচি অনুমোদন ও বাস্তবায়ন। আন্তর্জাতিক মানদণ্ড নির্ধারণী প্রতিষ্ঠান; যেমন-আইএফআরএস ফাউন্ডেশন, ইন্টারন্যাশনাল ফেডারেশন অব অ্যাকাউন্টেন্টস, এক্সবিআরএল ইন্টারন্যাশনাল ইল্ক, এশিয়ান ওশেনিয়ান স্ট্যান্ডার্ডস সেটার্স গ্রুপ, ইন্টারন্যাশনাল ফোরাম অব অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড সেটার্স, অ্যাকাউন্টিং অ্যান্ড অডিটিং অর্গানাইজেশন ফর ইসলামিক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস সদস্যপদ গ্রহণ, নবায়ন ও পরবর্তীকালে এতদসংক্রান্ত প্রয়োজনীয় যাবতীয় সহায়তা প্রদান এবং আন্তর্জাতিক সংস্থাসমূহের সঙ্গে জ্ঞানভিত্তিক প্রশিক্ষণ, দ্বিপক্ষীয় সভা আয়োজন ও সমঝোতা স্মারক স্বাক্ষরসংক্রান্ত সহায়তা প্রদান।