
চলমান এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে টাইগাররা। সামনে আরও বড় চ্যালেঞ্জ, মঙ্গলবার রাত সাড়ে ৮টায় দুবাইয়ে মাঠে নামতে হবে ভারতের বিপক্ষে। ম্যাচটিকে ঘিরে দল জুড়ে বাড়তি উত্তেজনা থাকলেও কোনো চাপ নিতে চান না লিটন কুমার দাসরা। বরং তারা চাইছেন নিজেদের সেরা খেলাটা মাঠে প্রয়োগ করতে। ভারতের বিপক্ষে জয় পেলে ফাইনালের পথ আরও উন্মুক্ত হবে বলেই বিশ্বাস দলের ভেতরে।
শ্রীলঙ্কার বিপক্ষে জয়ে বড় অবদান রেখেছেন ব্যাটিং অলরাউন্ডার সাইফ হাসান। ম্যাচসেরার পুরস্কার জিতে তিনি জানিয়েছেন, ছোটখাটো স্বপ্ন নয়, বড় স্বপ্নই দেখছে দল। তবে ধাপে ধাপে এগোনোর কথাও মনে করিয়ে দিলেন, ‘অবশ্যই বড় স্বপ্ন দেখা উচিত। তবে এখন পুরো মনোযোগ ভারতের বিপক্ষে ম্যাচে। পরেরগুলো পরে দেখা যাবে।’
টাইগারদের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল সাইফের ব্যাট। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের পর তিনি বলেছেন, ‘উইকেটটা খুব ভালো ছিল, আমি চেষ্টা করেছি টাইমিং করার। লিটন দা পাশে ছিলেন, আমাকে সাহস দিচ্ছিলেন। আমরা পরিকল্পনা করেছিলাম থুষারার বিপক্ষে বিশেষ কৌশল নিয়ে।’
বাংলাদেশ অধিনায়ক লিটন দাসও ম্যাচ শেষে সতীর্থদের আত্মবিশ্বাস জোগান। তিনি বলেছেন, ‘আমরা জানি আমাদের ব্যাটিং লাইনআপ ভালো। মোস্তাফিজ ও তাসকিন শেষ দুই ওভারে খেলা ঘুরিয়ে দিয়েছে। সাইফের প্রতিভা নিয়ে আমার কোনো সন্দেহ নেই, সে আমাদের ম্যাচ জেতাতে পারে। আমরা জানতাম দুবাইয়ের কন্ডিশনে সে ভালো করবে। এখন এই ধারাবাহিতা ধরে রাখতে চাই।’
ফাইনালের স্বপ্ন চোখে রেখেও বাংলাদেশ এখন ধাপে ধাপে এগোচ্ছে। ভারতের বিপক্ষে ম্যাচের পরদিনই পাকিস্তানের বিপক্ষে নামতে হবে টাইগারদের। তবে একসঙ্গে সব নিয়ে ভাবতে চান না লিটনরা। তাদের একমাত্র ফোকাস এখন মঙ্গলবারের ভারত ম্যাচেই। সাইফের কথাতেই সেটি পরিষ্কার।