
বিশাখাপট্টনমে নারী ওয়ানডে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে আজ রেকর্ডের এক অনন্য দিন কাটালেন ভারতের ওপেনার স্মৃতি মান্ধানা। আর কয়েক রান দরকার ছিল ঐতিহাসিক এক কীর্তির—আর সেই মাইলফলক ছুঁয়ে ফেললেন তাঁর প্রিয় উপায়ে, ছক্কা মেরে।
টসে হেরে ব্যাট করতে নামে ভারত। ইনিংসের অষ্টম ওভারে অস্ট্রেলিয়ার সোফি মোলিনুর বলে বিশাল ছক্কা মারেন মান্ধানা। সেই ছক্কাতেই ইতিহাস লেখা হয়ে যায়—নারী ক্রিকেট ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে ওয়ানডেতে এক পঞ্জিকাবর্ষে ১০০০ রান পূর্ণ করেন তিনি।
এর আগে এই বিশ্বকাপেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে মান্ধানা ভেঙেছিলেন ১৯৯৭ সালে সাবেক অস্ট্রেলিয়ান ব্যাটার বেলিন্ডা ক্লার্কের এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ ৯৭০ রানের রেকর্ড। সেটিও করেছিলেন ছক্কা মেরে।
আজ আরও একটি মাইলফলক স্পর্শ করেন মান্ধানা। ম্যাচের ২১তম ওভারের শেষ বলে অস্ট্রেলিয়ান বোলার কিম গার্থকে ছক্কা মেরে তিনি পেরিয়ে যান ওয়ানডেতে ৫০০০ রানের মাইলফলক। নারী ওয়ানডে ক্রিকেটে এটি করতে পারা পঞ্চম ব্যাটার তিনি।
এই তালিকার শীর্ষে আছেন ভারতেরই কিংবদন্তি মিতালি রাজ, যিনি ২৩২ ম্যাচের ২১১ ইনিংসে করেছেন ৭৮০৫ রান।
আজকের ম্যাচে ৬৬ বলে ৯ চার ও ৩ ছক্কায় ৮০ রান করে মোলিনুর বলে আউট হওয়ার আগে মান্ধানার মোট রান দাঁড়ায় ১১২ ইনিংসে ৫০২২।
ছক্কা মেরে রেকর্ড গড়ার এই ধারা যেন এখন তাঁর স্বভাবেই পরিণত হয়েছে।