
চীনের চংকিনে চলমান এএফসি অনূর্ধ্ব-১৭ বাছাই টুর্নামেন্টে জয়রথ ধরে রেখেছে বাংলাদেশ।শুক্রবার (১৮ নভেম্বর) বাহরাইনকে ২-১ গোলে হারিয়ে টানা চতুর্থ জয় তুলে নিয়েছে যুবারা। দলের হয়ে একটি করে গোল করেন বায়েজিদ ও মানিক।
চার ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে বাংলাদেশ। এই গ্রুপের স্বাগতিক চীন আজ শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে। চীন জিতলে দুই দলের পয়েন্ট সমান হবে। ফলে ৩০ নভেম্বর বাংলাদেশ-চীন ম্যাচটি গ্রুপের অঘোষিত ফাইনালে পরিণত হয়েছে। চীন যদি আজ জেতে, তাহলে বাংলাদেশকে হারানোর প্রয়োজন নেই, ড্র করলেও তারা গোল ব্যবধানে গ্রুপসেরা হবে।
পূর্ব তিমুর (তিমুর লেস্তে), শ্রীলঙ্কা ও ব্রুনাইয়ের বিপক্ষে ১৮ গোল করে আগের তিন ম্যাচ সহজেই জিতেছিল বাংলাদেশ। তবে আজ বাহরাইনের বিপক্ষে ম্যাচটি ছিল কঠিন। প্রথমার্ধে একাধিক ফ্রি-কিক ও কর্নার পেলেও গোল পায়নি বাংলাদেশ। ২০ ও ২৮ মিনিটে রিফাত দুটি নিশ্চিত সুযোগ নষ্ট করেন। গোলরক্ষকের সেভ ও ডিফেন্ডার কামালের গোললাইন ক্লিয়ারেন্সে দল গোল খাওয়া এড়ায়।
দ্বিতীয়ার্ধে শুরু হয় গোলের লড়াই। ৫৯ মিনিটে সাব্বিরের থ্রো-ইন থেকে তৈরি হওয়া সুযোগে বায়জিদ গোল করে এগিয়ে নেন দলকে। ৭২ মিনিটে ফয়সালের দুর্দান্ত পাস থেকে মানিক লম্বা দূরত্বের শটে গোল করে ব্যবধান বাড়ান।
৮৫ মিনিটে হোসেন জুবায়ের বাহরাইনের হয়ে একটি গোল শোধ দেন। শেষ পর্যায়ে সতর্ক রক্ষণাত্মক ফুটবল খেলে ২-১ ব্যবধান ধরে রাখে বাংলাদেশ।
ম্যাচ জয়ে উচ্ছ্বসিত হেড কোচ গোলাম রব্বানী ছোটন বলেন, ‘বাহরাইন শক্তিশালী ও ঐতিহ্যবাহী দল। ছেলেরা দুর্দান্ত খেলেছে, চাপের ম্যাচে জিতে ইতিহাস গড়েছে। প্রথমার্ধে গোল না পেলেও দ্বিতীয়ার্ধে সুযোগ তৈরি করে দুই গোল করেছে। শেষের চাপ সামলে ধৈর্যের সঙ্গে খেলা শেষ করেছে- তাদের ধন্যবাদ।’