
অবশেষে আমেরিকায় যে বিদেশিদের দরকার সেটা স্বীকার করে নিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রে মেধাবী এবং দক্ষ মানুষের অভাব রয়েছে। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাত্কারে প্রেসিডেন্ট ট্রাম্প এই তথ্য জানান। যদিও তার নির্বাচনি স্লোগান ছিল ‘মেইক আমেরিকা গ্রেট অ্যাগেইন’।
প্রেসিডেন্ট ট্রাম্প জানান, নির্দিষ্ট কিছু ক্ষেত্রে বিদেশি প্রতিভা আনা দরকার আমেরিকায়। এই রিপাবলিকান নেতা স্বীকার করেন যে, দীর্ঘ সময় বেকার থাকা আমেরিকানদের ব্যাপক প্রশিক্ষণ ছাড়া প্রতিরক্ষার মতো সংবেদনশীল ক্ষেত্রে নিয়োগ করা সম্ভব নয় এবং এসব ক্ষেত্রে দক্ষ বিদেশি নাগরিকদের প্রয়োজন। ট্রাম্প বলেন, অনেক প্রতিভা নিয়ে আসা প্রয়োজন। ট্রাম্পের এমন দাবির পর সঞ্চালক যখন বলেন, আমাদের এখানেও তো মেধাবীরা রয়েছেন।
জবাবে ট্রাম্প বলেন, না, এখানে নেই। খুব বেশি প্রতিভা এখানে পাবেন না। লোককে তো শিখতে হবে। আপনিই তো আর কোনো বেকারকে তুলে এনে বলতে পারেন না, নাও তোমাকে কারখানায় চাকরি দিলাম। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে বিভিন্ন দেশ থেকে এইচ-১ ভিসায় বিভিন্ন পেশার মানুষ যান। বিশেষ করে ভালো বেতনের আশায় অনেকেই আমেরিকায় পাড়ি জমান। তবে সম্প্রতি ট্রাম্প প্রশাসন এইচ-১ ভিসার মূল্য ১ লাখ ডলার নির্ধারণ করে। এতে বিপাকে পড়েন বিভিন্ন দেশের মানুষ। বিশেষ করে এই ভিসায় ভারতীয়দের সংখ্যা বেশি।