
যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসার (এইচ-১বি) ওপর এক লাখ ডলার ফি ধার্য করা হয়েছে- তা গত রোববার থেকে কার্যকর হয়েছে। প্রতিটি নতুন আবেদনপত্রের সঙ্গে এটি আরোপ করা হবে। গত শনিবার এইচ-১বি ভিসা নিয়ে এ তথ্য জানিয়েছে হোয়াইট হাউস। এতে প্রযুক্তি খাতে উদ্বেগের সৃষ্টি করেছে। অন্যদিকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার বিশ্বের শীর্ষ বিজ্ঞানী, গবেষক ও প্রযুক্তি বিশেষজ্ঞদের দেশটিতে আকৃষ্ট করতে কিছু উচ্চ দক্ষতার ভিসার ফি বাতিলের প্রস্তাব বিবেচনা করছেন।
সোমবার (২২ সেপ্টেম্বর) ভারতের গণমাধ্যম ডাব্লিউআইওএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ফাইন্যান্সিয়াল টাইমসের বরাতে গণমাধ্যমটি জানিয়েছে, স্টারমারের ‘গ্লোবাল ট্যালেন্ট টাস্ক ফোর্স’ অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানোর জন্য বিশ্বের সেরা বিজ্ঞানী, শিক্ষাবিদ এবং ডিজিটাল বিশেষজ্ঞদের ব্রিটেনে আকৃষ্ট করার জন্য কাজ করছে। প্রধানমন্ত্রীর কার্যালয় এবং ট্রেজারির অভ্যন্তরে ব্যক্তিদের উদ্ধৃত করে সংবাদপত্রটি জানিয়েছে, বিশ্বের শীর্ষ পাঁচটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন বা মর্যাদাপূর্ণ পুরষ্কার পেয়েছেন- এমন ব্যক্তিদের জন্য ভিসা চার্জ শূন্যে নামিয়ে আনার একটি বিকল্প পরিকল্পনা রয়েছে।
কর্মকর্তারা এফটিকে জানিয়েছেন, ট্রাম্প প্রশাসনের এইচ-১B ভিসার ফি বৃদ্ধির ঘোষণার আগেই সংস্কার নিয়ে আলোচনা চলছিল। গত বছরের ২৬ নভেম্বরের বাজেটের আগে স্টারমার প্রশাসনের প্রবৃদ্ধি বাড়ানোর লক্ষ্যের মধ্যে এই আলোচনা শুরু হয়েছিলো।
জানা গেছে, স্টারমারের ব্যবসায়িক উপদেষ্টা বরুণ চন্দ্র এবং বিজ্ঞানমন্ত্রী লর্ড প্যাট্রিক ভ্যালেন্সের সভাপতিত্বে গঠিত গ্লোবাল ট্যালেন্ট টাস্ক ফোর্সের নেতৃত্বে আলোচনা হয়েছিলো।
আরেক ব্রিটিশ কর্মকর্তা দেশটির বর্তমান বৈশ্বিক প্রতিভা ভিসা ব্যবস্থাকে ‘আমলাতান্ত্রিক দুঃস্বপ্ন’ বলে অভিহিত করে বলেন, ‘আমরা ভিসা প্রক্রিয়ায় মানুষকে কীভাবে সাহায্য করতে পারি তাও দেখছি। এ পরিকল্পনার মাধ্যমে অভিবাসন কমানোর আমাদের দৃঢ় সংকল্পকে দুর্বল করার বিষয়ে নয়। বরং এটি সবচেয়ে মেধাবী এবং সেরাদের ব্রিটেনে প্রবেশ করানোর বিষয়ে। এই বিষয়ে সরকারের মধ্যে ঐক্য রয়েছে।