
পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত উত্তেজনা থামানোসহ দীর্ঘকালীন যুদ্ধবিরতি নিশ্চিত করার লক্ষ্যে ইস্তাম্বুলে আলোচনা প্রক্রিয়া পুনরায় শুরু হয়েছে। আফগানভিত্তিক টোলো নিউজ জানিয়েছে, পাকিস্তানি আলোচক দল দেশে ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল; তারা ইস্তাম্বুলে আলোচনা প্রক্রিয়ায় পুনরায় যুক্ত হয়েছে।
সূত্রগুলো টোলো নিউজকে জানিয়েছে, কাতার ও তুরস্কের মধ্যস্থতায় আফগান-পাকিস্তানি আলোচকরা মতামত বিনিময় করেছেন। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) আলোচনা পুনরায় শুরু হওয়ার কথা রয়েছে।
সূত্রগুলো আরও জানিয়েছে, গত রাতে পাকিস্তানি প্রতিনিধিদল কোনো চুক্তিতে পৌঁছাতে না পেরে ইস্তাম্বুল শহর ত্যাগ করেছিল।
আফগান-সমর্থিত পাকিস্তানি তালেবানের ধারাবাহিক হামলার প্রেক্ষাপটে সম্প্রতি আফগানিস্তানের ভেতরে হামলা চালায় পাকিস্তান। আফগানিস্তানও পাকিস্তানের সীমান্তের ভেতরে হামলা চালায়।
কয়েক দিনের সংঘর্ষে উভয় পক্ষের শতাধিক সেনা প্রাণ হারায়। উত্তেজনা ক্রমাগত বাড়তে থাকায় কাতার ও তুরস্কের মধ্যস্ততায় দোহায় দুই দেশ আলোচনায় বসে এবং একটি অস্থায়ী যুদ্ধবিরতিতে পৌঁছে।
এরপর উভয় দেশের প্রতিনিধিতা স্থায়ী শান্তি বাড়াতে দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতির লক্ষ্যে ইস্তাম্বুলে টানা দুই দিন আলোচনা চালিয়ে যায়। তবে কোনো ভালো ফল না আসায় বুধবার এই আলোচনা ভেস্তে যায়।
বিশ্লেষকরা মনে করেন, আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা কারও স্বার্থেই কাজ করছে না। তারা সংলাপের মাধ্যমে বিরোধ নিষ্পত্তির আহ্বান জানিয়েছেন।