
অস্ট্রেলিয়া টেস্ট দলের নিয়মিত মুখ উসমান খাজা। অজি এই ব্যাটারের মুসলিম পরিচয়কে কেন্দ্র করে অনলাইনে বিদ্বেষের শিকার হচ্ছেন তার পরিবার। সম্প্রতি বন্ডি বিচে হামলার পর পরিস্থিতি আরও খারাপ হয়েছে বলে জানিয়েছেন খাজার স্ত্রী রাচেল খাজা। ভয়াবহ ট্রোলিংয়ে লক্ষ্য করা হয়েছে খাজার দুই মেয়েকেও।
ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়েছে, র্যাচেল খাজা ইনস্টাগ্রামে প্রকাশ করা পোস্টে জানান, তাদের পরিবার আগেও ইসলামবিদ্বেষী মন্তব্যের শিকার হয়েছে, তবে বন্ডি বিচে হামলার ঘটনার পর তা ‘ভয়াবহভাবে বেড়েছে’।
রাচেল খাজা যে মন্তব্যগুলোর স্ক্রিনশট শেয়ার করেছেন, সেগুলোতে শিশুদের নিয়ে অশালীন ও ঘৃণ্য ভাষা ব্যবহার করা হয়েছে। কিছু মন্তব্যে পরিবারকে ‘পাকিস্তানে ফিরে যেতেও’ বলা হয়েছে।
খাজা জন্মসূত্রে পাকিস্তানের ইসলামাবাদের হলেও পাঁচ বছর বয়সে অস্ট্রেলিয়ায় এসে সিডনিতেই বেড়ে ওঠেন। আন্তর্জাতিক ক্যারিয়ারজুড়ে তিনি ইসলামোফোবিয়া ও বর্ণবাদের বিরুদ্ধে কথা বলে আসছেন এবং খেলাধুলায় অন্তর্ভুক্তি ও সহনশীলতার পক্ষে অবস্থান নিয়েছেন।
রাচেল তার পোস্টে বিভিন্ন রাজনৈতিক বক্তব্য ও সম্প্রদায়ভিত্তিক সংগঠনের আহ্বান তুলে ধরে বলেন, ‘এখন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি আমাদের একসঙ্গে থাকা দরকার। ইহুদিবিদ্বেষ, ইসলামোফোবিয়া ও বর্ণবাদের বিরুদ্ধে আমাদের সবাইকে রুখে দাঁড়াতে হবে।’
বন্ডি বিচে হামলার পর উসমান খাজাও শোক প্রকাশ করে বলেন, এই ধরনের ঘৃণ্য অপরাধের কোনো জায়গা নেই। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য প্রার্থনার কথা জানান এবং সাম্প্রদায়িক ঘৃণার বিরুদ্ধে ঐক্যের আহ্বান জানান।