
ইসরায়েলি প্রিমিয়ার লিগের তেল আবিব ডার্বিতে মুখোমুখি হওয়ার কথা ছিল ম্যাকাবি তেল আবিব ও হাপোয়েল তেল আবিবের। তবে ম্যাচ শুরুর আগেই স্টেডিয়ামে সহিংস দাঙ্গার ঘটনা ঘটেছে। শেষ পর্যন্ত ম্যাচ বাতিল হয়েছে।
রোববার (১৯ অক্টোবর) ম্যাচের আগে দুই ক্লাবের সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে সেটি রূপ নেয় সহিংসতায়। এ ঘটনাকে সহিংস দাঙ্গা হিসেবে উল্লেখ করেছে ইসরায়েলি পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ায় শেষ পর্যন্ত ম্যাচটি বাতিল করা হয়।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স হ্যান্ডেলে দেওয়া পোস্টে ইসরায়েল পুলিশ উল্লেখ করেছে, ‘কয়েক ডজন ধোঁয়ার গ্রেনেড ও আতশবাজি ছোঁড়া হয়েছে। এভাবে কোনো ফুটবল ম্যাচ হতে পারে না। এটি রীতিমতো বিশৃঙ্খলা ও গুরুতর সহিংসতা।’
এ ঘটনায় ৩ জন পুলিশ অফিসারসহ ১৫জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। দেশটির নিরাপত্তা বাহিনী আরও জানিয়েছে, এ ঘটনায় ৯ জন গ্রেপ্তার করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদের জন্য আরও ১৬ জনকে আটক করা হয়েছে।
এদিকে ম্যাচ বাতিলের ঘটনায় ইসরায়েলি পুলিশের কঠোর সমালোচনা করেছে হাপোয়েল তেল আবিব। ক্লাবটি পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, ইসরায়েলি পুলিশ ‘কোনো ফুটবল ম্যাচ আয়োজনের নয়, বরং যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে।’ তবে এ ঘটনায় কোনো মন্তব্য করেনি ম্যাকাবি। শুধু ম্যাচ বাতিলের বিষয়টি নিশ্চিত করেছে ক্লাবটি।