
৪১ বছর বয়সী খ্যাতনামা ফিলিস্তিনি লেখক বাসিম খন্দাকজি ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পাওয়ার পর মিশরে নির্বাসিত হয়েছেন। সোমবার (১৩ অক্টোবর) তাকে স্বাগত জানাতে মিশরের সীমান্তে জড়ো হন সমর্থকরা। প্যালেস্টাইন ইনফরমেশন সেন্টার প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, ফিলিস্তিনি ঐতিহ্যবাহী স্কার্ফ (কুফিয়াহ) পরিহিত খন্দাকজিকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন তারা।
২০০৪ সালে মাত্র ২১ বছর বয়সে তেলআবিবে এক বিস্ফোরক হামলায় জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেফতার করে ইসরায়েলি কর্তৃপক্ষ। ওই ঘটনায় তার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ এনে তিনটি যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।
দীর্ঘ বন্দিজীবনে খন্দাকজি লেখালেখির মাধ্যমে নিজের পরিচয় গড়ে তোলেন। কারাগারে বসেই তিনি লেখেন একাধিক সাহিত্যকর্ম। ২০২৪ সালে তার উপন্যাস ‘A Mask, the Colour of the Sky’ আন্তর্জাতিক আরবি উপন্যাস পুরস্কার (IPAF) অর্জন করে, যা আরবি ভাষার অন্যতম মর্যাদাপূর্ণ সাহিত্য সম্মাননা।
প্যালেস্টিনিয়ান প্রিজনার্স মিডিয়া অফিস জানিয়েছে, খন্দাকজিসহ ১৫৪ জন ফিলিস্তিনিকে একযোগে মুক্তি দিয়েছে ইসরায়েল, তবে তাদের সবাইকেই দেশছাড়া করে বিভিন্ন স্থানে নির্বাসনে পাঠানো হয়েছে।