
ইন্টার মায়ামির সঙ্গে এক বছরের নতুন চুক্তি স্বাক্ষর করেছেন উরুগুয়ের তারকা স্ট্রাইকার লুইস সুয়ারেজ। নতুন এই চুক্তির ফলে ২০২৬ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের ক্লাবটিতেই খেলবেন তিনি।
২০২৩ সালের ডিসেম্বরে এক বছরের চুক্তিতে ইন্টার মায়ামিতে যোগ দেন সুয়ারেজ। গত ৬ ডিসেম্বর তার আগের চুক্তির মেয়াদ শেষ হলেও নতুন চুক্তির মাধ্যমে আরও এক মৌসুম ক্লাবটির আক্রমণভাগের নেতৃত্বে থাকছেন অভিজ্ঞ এই ফরোয়ার্ড।
২০২৫ মৌসুমে প্লেঅফের শেষ দিকের ম্যাচগুলোতে পুরোপুরি ফিট না থাকলেও সব প্রতিযোগিতা মিলিয়ে তিনি ১৭ গোল করার পাশাপাশি ১৭টি অ্যাসিস্ট করেন। কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপ, এমএলএস, ক্লাব বিশ্বকাপ ও লিগস কাপ—সব টুর্নামেন্টেই দলের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন সুয়ারেজ।
২০২৪ মৌসুমের শুরুতে ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর থেকে এখন পর্যন্ত ক্লাবটির হয়ে ৮৭ ম্যাচে ৪২ গোল ও ৩০টি অ্যাসিস্ট করেছেন তিনি। এই পারফরম্যান্সের মাধ্যমে ইন্টার মায়ামির ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতায় পরিণত হয়েছেন সুয়ারেজ।