
গুয়াহাটিতে দ্বিতীয় টেস্টে ভারতকে ৫৪৯ রানের বিশাল লক্ষ্য দিয়েছে দক্ষিণ আফ্রিকা। সেই লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপদে ভারত। চতুর্থ দিনের শেষ বিকালে ২ উইকেট হারিয়েছে স্বাগতিকরা। সংগ্রহ করেছে ২৭ রান। যশস্বী জয়সয়য়াল ও লোকেশ রাহুল ফিরেছেন সাজঘরে।
টেস্ট ইতিহাসে সর্বোচ্চ সফল রান তাড়ার রেকর্ড ওয়েস্ট ইন্ডিজের—৪১৮। সেই রেকর্ড ভেঙে জয় পেতে ভারতকে করতে হবে আরও ১৩১ রান বেশি। অর্থাৎ, ম্যাচ জিততে হলে ইতিহাসের সবচেয়ে বড় রান তাড়ার করতে হবে ভারতকে।
এশিয়ার মাটিতে বড় লক্ষ্য তাড়া করে সফল হওয়ার রেকর্ডও ওয়েস্ট ইন্ডিজের। চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে ৩৯৫ রান তাড়া করে জয় তুলে নেয় ক্যারিবীয়ানরা। ভারতের ঘরের মাঠে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড ৩৮৭, ২০০৮ সালে ইংল্যান্ডের বিপক্ষে।
চতুর্থ দিনের শেষে ভারতের হাতে আছে ৮ উইকেট। জয় প্রায় অসম্ভব, বাকি লড়াই কেবল ড্রয়ের। ড্র করলেও সিরিজ বাঁচাতে পারবে না ভারত। কলকাতা টেস্ট হেরে সিরিজে পিছিয়ে রয়েছে স্বাগতিকরা। ১৯৯৯ সালের পর ভারতের মাটিতে প্রোটিয়াদের আর টেস্ট সিরিজ জেতা হয়নি। সেই খরা কাটানোর খুব কাছাকাছি অবস্থানে দাঁড়িয়ে আছে টেম্বা বাভুমার দল।
এর আগে টেস্টের প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকা করেছিল ৪৮৯ রান। জবাবে ভারত গুটিয়ে যায় মাত্র ২০১ রানে। ২৮৮ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ট্রিস্টান স্টাবসের ৯৪ ও টনি ডি জর্জির ৪৯ রানে ভর করে ৫ উইকেটে ২৬০ রান সংগ্রহ করে ইনিংস ঘোষণা করেন টেম্বা বাভুমা। দ্বিতীয় ইনিংসে ভারতের হয়ে ৪টি উইকেট নিয়েছেন রবীন্দ্র জাদেজা।