
যুক্তরাজ্য একটি মিথ্যা ‘ফ্ল্যাগ অপারেশনের’ পরিকল্পনা করছে – রাশিয়ার একদল ‘বিশ্বাসঘাতকদের’ দিয়ে ইউরোপের কোনো বিদেশি রাষ্ট্রের বেসামরিক জাহাজে হামলা চালানো হবে। সোমবার (৬ অক্টোবর) বার্তা সংস্থা তাস এ বিষয়ে রাশিয়ার বৈদেশিক গোয়েন্দা সংস্থার (এসভিআর) একটি বিবৃতি হাতে পেয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, ‘ব্রিটিশ পরিকল্পনা অনুযায়ী, ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর পক্ষে লড়াই করা রুশ বিশ্বাসঘাতকদের একটি দল ইউরোপীয় বন্দরে – হয় ইউক্রেনীয় নৌবাহিনীর একটি জাহাজ অথবা কোনো বিদেশি রাষ্ট্রের বেসামরিক জাহাজের ওপর হামলা চালাবে। দলের সদস্যরা ইতোমধ্যে নাশকতার প্রশিক্ষণের জন্য যুক্তরাজ্যে পৌঁছেছে। সন্ত্রাসীদের পরবর্তী পরিকল্পনা, তারা ঘোষণা করবে, তারা মস্কোর নির্দেশে এই কাজ করেছে।’
এসভিআর বলছে, লন্ডনের হিসাব-নিকাশ এই ধারণার ওপর ভিত্তি করে তৈরি যে, হামলার ফলে রুশ-ভীরু ইউরোপীয় রাজনৈতিক অভিজাতরা ‘সহজেই ক্রেমলিনের কুটিল এজেন্টদের’ মিথ্যা বর্ণনা গ্রহণ করবে – যাতে ইউক্রেনের জন্য অতিরিক্ত সামরিক সাহায্য এবং ‘রুশ আগ্রাসনের’ বিরুদ্ধে লড়াই করার জন্য ‘একত্রিত ইউরোপের’ সামরিকীকরণের প্রয়োজনীয়তা ন্যায্যতা প্রমাণ করা যায়।
রুশ গোয়েন্দা সংস্থাটি আরও উল্লেখ করেছে, রাশিয়ার ‘কৌশলগত পরাজয়’ এবং এটিকে একটি বিচ্ছিন্ন রাষ্ট্রে পরিণত করার জন্য ব্রিটিশদের বছরের পর বছর ধরে প্রচেষ্টা ভেঙে পড়ায় লন্ডন ক্ষুব্ধ।
বিবৃতিতে বলা হয়েছে, এটা উল্লেখযোগ্য যে, ইউক্রেনীয় সন্ত্রাসীদের চীনের তৈরি সরঞ্জাম সরবরাহ করা হবে। ‘তদন্তের’ সময় জব্দ করা সরঞ্জামগুলোকে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার তথাকথিত সশস্ত্র আগ্রাসনের প্রতি চীনের সমর্থনের ‘লৌহঘটিত প্রমাণ’ হিসেবে উপস্থাপন করা হবে।
এসভিআর জোর দিয়ে বলেছে, যুক্তরাজ্যে, যাকে একসময় যথাযথভাবে ‘বিশ্বাসঘাতক অ্যালবিয়ন বলা হত – তারা বিশ্বাস করে, এই ধরনের অশোধিত বানোয়াট বিষয়াদি অনেক অভিজ্ঞ রাজনীতিবিদকে বিভ্রান্ত করবে।
সংস্থাটি আরও বলেছে, ‘বিশ্ব ইতিহাসের পাশে লন্ডনের দ্রুত পতন ব্রিটিশ বিশেষ পরিষেবা এবং ক্ষমতায় থাকা ব্যক্তিদের কৌশলগত চিন্তাভাবনাকে প্রভাবিত করেছে। হাতিয়ারগুলো একই রয়ে গেছে – বিশ্বের প্রধান খেলোয়াড়দের একে অপরের বিরুদ্ধে দাঁড় করানো। কিন্তু বর্তমান ভূ-রাজনৈতিক পরিবেশে এটি আর কাজে আসে না।’