
ইউএস ওপেনের পুরুষ এককের ফাইনালে একপেশে ম্যাচে ইতালির ইয়ানিক সিনারকে পরাজিত করে শিরোপা জিতেছেন স্প্যানিশ তারকা কার্লোস আলকারাজ।
রোববার (৭ সেপ্টেম্বর) রাতে অনুষ্ঠিত ফাইনালে আলকারাজ ৬-২, ৩-৬, ৬-১, ৬-৪ গেমে সিনারকে উড়িয়ে দেন। এই জয়ের মাধ্যমে আলকারাজ দ্বিতীয়বারের মতো ইউএস ওপেন জিতলেন এবং টেনিসে পুরুষ এককে বিশ্ব র্যাঙ্কিংয়ে এক নম্বরের মুকুটও ফিরে পেলেন।
এই জয়ের মধ্য দিয়ে আলকারাজ তার উইম্বলডন ফাইনালের হারের প্রতিশোধ নিলেন, যেখানে তিনি সিনারের কাছে পরাজিত হয়েছিলেন। এই দুই তারকার সর্বশেষ সাতটি লড়াইয়ের মধ্যে ছয়টিতেই আলকারাজ জয়ী হয়েছেন।
এই জয়ের ফলে সেপ্টেম্বর ২০২৩-এর পর প্রথমবার আলকারাজ বিশ্ব র্যাঙ্কিংয়ে এক নম্বরে ফিরে এলেন। এর আগে সিনার টানা ৬৫ সপ্তাহ শীর্ষে ছিলেন। মাত্র ২২ বছর বয়সে আলকারাজের ট্রফি ক্যাবিনেটে এখন ছয়টি গ্র্যান্ড স্লাম শিরোপা রয়েছে। উল্লেখ্য, ফাইনাল ম্যাচটি দেখতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উপস্থিত থাকায় খেলা শুরু হতে কিছুটা বিলম্ব হয়।