
সঙ্গীতশিল্পী এবং বিসিবি পরিচালক আসিফ আকবরের একটি মন্তব্য ঘিরে গত কয়েকদিন ধরেই চলছে আলোচনা-সমালোচনা। তিনি দেশের ফুটবলার এবং ফুটবলাঙ্গন নিয়ে বিরূপ মন্তব্য করেছেন। এর প্রতিবাদে রাজধানীতে মৌন মিছিল করলেন সাবেক ফুটবলার ও ফুটবল সংশ্লিষ্টরা।
বুধবার (১২ নভেম্বর) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম এলাকা থেকে শুরু হওয়া এই প্রতিবাদী কর্মসূচিতে অংশ নেন জাতীয় দলের সাবেক অধিনায়ক জাহিদ হাসান এমিলি, সাবেক ফুটবলার আব্দুল গাফফার, কায়সার হামিদ, বিপ্লব ভট্টাচার্য্য, মোহামেডানের কোচ আলফাজ আহমেদ, আবাহনীর কোচ মারুফুল হক, বাফুফে সদস্য ইকবাল হোসেনসহ শতাধিক ফুটবল ব্যক্তিত্ব।
ফুটবল সংশ্লিষ্টরা আসিফ আকবরের মন্তব্যের জন্য তাকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানান এবং তিন দিনের আল্টিমেটাম দেন। আল্টিমেটামের মধ্যে ক্ষমা না চাইলে তারা কঠোর কর্মসূচি গ্রহণের হুঁশিয়ারি দিয়েছেন।
মিছিলটি স্টেডিয়ামের ১ নম্বর গেট থেকে শুরু হয়। তারা আসিফ আকবরের মন্তব্যের মাধ্যমে দেশের ফুটবলার ও ফুটবলাঙ্গনের অবমূল্যায়ন করার বিষয়টি সমালোচনা করেছেন।
উল্লেখ্য, সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট কনফারেন্সে আসিফ বলেন, ‘আগামী ২৪ তারিখ আবাহনী-মোহামেডান ফুটবল খেলা আছে, কুমিল্লা স্টেডিয়ামে। এই সমস্যা শুধু কুমিল্লার নয়, প্রতিটি জেলার স্টেডিয়াম অকুপাই করে রেখেছে ফুটবল। যেখানে ফুটবলের কাজ নেই, সেখানেই স্টেডিয়াম অকুপাই করে রেখেছে। ফুটবলারদের ব্যবহার খুব খারাপ, এটা আমি সরাসরি বলতে চাই। কারণ, ক্রিকেট একটা ডিসিপ্লিনড খেলা, আভিজাত্যের খেলা এটি, এখানে অনেক নিয়মকানুন আছে, রেকর্ডের খেলা।’