
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রোববার (১৪ সেপ্টেম্বর) আসামের দারঙে এক জনসভায় প্রধান বিরোধী দল কংগ্রেসকে কঠোর ভাষায় সমালোচনা করেছেন। তিনি বলেন, জনগণই তার প্রকৃত প্রভু ও ‘রিমোট কন্ট্রোল’, আর তাদের কাছেই তিনি নিজের দুঃখ-কষ্ট প্রকাশ করেন। সম্প্রতি তাকে ও প্রয়াত মা হীরাবেন মোদিকে নিয়ে কটূক্তির প্রসঙ্গ টেনে মোদি দাবি করেন, তিনি ‘শিবভক্ত’ এবং কটূক্তির ‘বিষ’ সহ্য করতে প্রস্তুত। জনসভায় যোগ দেওয়ার আগে তিনি আসামের কয়েকটি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেন।
মোদি বলেন, আমি জানি কংগ্রেস বলবে, মোদি আবার কাঁদছে। কিন্তু জনগণই আমার ঈশ্বর, আমার নিয়ন্ত্রক। তাদের কাছেই আমি আমার ব্যথা বলি।
সম্প্রতি বিহারে প্রচারণার সময় বিরোধীদের কটূক্তি ঘিরে কংগ্রেসকে আক্রমণ করেছিলেন তিনি। যদিও কংগ্রেস দাবি করেছে, ওই সময়ে তাদের কোনো নেতা উপস্থিত ছিলেন না। পরে দলটি মোদির মাকে নিয়ে এআই তৈরি একটি ভিডিও প্রকাশ করলে বিতর্ক আরও বেড়ে যায়।
‘রিমোট কন্ট্রোল’ প্রসঙ্গ উল্লেখ করে মোদি অভিযোগ করেন, অতীতে সোনিয়া গান্ধী ছিলেন সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের নিয়ন্ত্রক, আর বর্তমানে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেও গান্ধী পরিবারের ইশারায় চলেন। কংগ্রেস অবশ্য এসব অভিযোগ অস্বীকার করেছে।
আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার স্মরণ করিয়ে দেওয়ার পর মোদি ভূপেন হাজারিকাকে মরণোত্তর ভারতরত্ন দেওয়ার ঘটনায় খাড়গের এক মন্তব্যের সমালোচনা করেন। যদিও পরে খাড়গে ব্যাখ্যা দিয়েছিলেন, ভূপেন হাজারিকা ছিলেন ভারতের অন্যতম সেরা শিল্পী।
নিজের ভাষণে মোদি সাবেক প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকেও টেনে আনেন। তিনি অভিযোগ করেন, ১৯৬২ সালের ভারত-চীন যুদ্ধে পরাজয়ের পর নেহরু স্বীকার করেছিলেন, উত্তর-পূর্ব ভারতের ক্ষত সারেনি, অথচ বর্তমান কংগ্রেস সেই ক্ষতকে উসকে দিচ্ছে।
অবকাঠামো প্রসঙ্গে মোদি দাবি করেন, কংগ্রেসের শাসনে ৬০-৬৫ বছরে ব্রহ্মপুত্র নদে মাত্র তিনটি সেতু তৈরি হয়েছিল, অথচ তার সরকার গত এক দশকে ছয়টি নতুন সেতু নির্মাণ করেছে।
এছাড়া তিনি বলেন, কংগ্রেসের আমলে সন্ত্রাসী হামলার জবাব দেওয়া হয়নি। বিপরীতে বর্তমান সরকার পাকিস্তানের মাটিতে প্রবেশ করে ‘অপারেশন সিঁদুর’ চালিয়েছে। তার অভিযোগ, কংগ্রেস সব সময় পাকিস্তানের অবস্থানকে সমর্থন করেছে।
অনুপ্রবেশ ইস্যুতেও কংগ্রেসকে নিশানা করে মোদি বলেন, কংগ্রেসের মূল লক্ষ্য শুধু ভোটব্যাংক। তারা অনুপ্রবেশকারীদের রক্ষা করে এবং চায়, তারাই ভারতের ভবিষ্যৎ নির্ধারণ করুক।