
জাতীয় দলের সাবেক সাকিব আল হাসানের বড় মেয়ে আলাইনা হাসানের ১০তম জন্মদিন আজ। বড় মেয়ের জন্মদিনে একটি আবেগঘন বার্তা দিয়েছেন সাকিবের স্ত্রী উম্মে আল হাসান শিশির। সেখানে তিনি জানিয়েছেন, আলাইনাকে প্রথমবার কোলে নিয়ে কেঁদেছিলেন সাকিব।
শনিবার (৮ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বড় মেয়ে আলাইনার বেশ কয়েকটি ছবি পোস্ট করেন শিশির। সেখানে তিনি লেখেন, আমাদের ছোট্ট রাজকন্যা, যদিও আজ তোমার বয়স ১০, তবুও চিরকাল তুমি আমাদের ছোট্ট মেয়ে আলাইনা হয়ে থাকবে! তুমি আমাদের আবেগ, তোমার বাবা (সাকিব) যখন তোমাকে প্রথমবার কোলে নেয় তখন তিনি কেঁদেছিলেন।

বড় মেয়েকে ১০তম জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে সাকিব পত্নী আর লেখেন, তুমি আমাকে মা হিসেবে নতুন জীবন দিয়েছো। তুমি তোমার ভাই-বোনদের হৃদয় এবং আমরা তোমাকে অনেক ভালোবাসি।
২০১২ সালের ১২ ডিসেম্বর যুক্তরাষ্ট্র প্রবাসী উম্মে আহমেদ শিশিরকে বিয়ে করেন সাকিব আল হাসান। বর্তমানে এই দম্পতির তিন সন্তান। ২০১৫ সালে সাকিব-শিশিরের ঘর আলো করে আসে কন্যা সন্তান আলাইনা হাসান। আলাইনার পর জন্ম হয় মেয়ে ইরাম হাসানের। ২০২০ এর এপ্রিলে জন্মগ্রহণ করে ইরাম। এরপর ২০২১ এর মার্চে ছেলে ইজাহ আল হাসানের জন্ম হয়।