
লা লিগায় গেল মৌসুমে পয়েন্ট টেবিলের তিন নম্বরে থেকে লিগ শেষ করেছে অ্যাতলাটিকো মাদ্রিদের। নতুন মৌসুমটা খুব একটা ভালো যাচ্ছিল দিয়েগো সিমিওনের দলের। ষষ্ঠ ম্যাচে হুলিয়ান আলভারেজের হ্যাটট্রিকে রায়ো ভ্যালেকানোর বিপক্ষে ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে অ্যাতলাটিকো। যা নতুন মৌসুমের আর্জেন্টাইন ফরোয়ার্ডের প্রথম হ্যাটট্রিক এবং দলের দ্বিতীয় জয়।
ছয় ম্যাচ খেলে দুই জয়ে নয় পয়েন্ট নিয়ে টেবিলের নয় নম্বরে অবস্থান করছে অ্যাতলাটিকো। আলভারেজ-গ্রিজম্যানদের লা লিগায় নিজেদের পরের ম্যাচ নগরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে। দুর্দান্ত সময় কাটানো রিয়াল মাদ্রিদের বিপক্ষে রায়ো ভ্যালেকানোর ম্যাচের আত্মবিশ্বাস কাজে লাগাতে চান সিমিওনে ও আলভারেজরা।
যদিও এমবাপ্পের ডানায় ভর করে রীতিমতো উড়ছে রিয়াল। পয়েন্ট টেবিলেও তাদের ধারের কাছে নেই কেউ। শনিবার রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচ নিয়ে অ্যাতলাটিকো বস রিয়াল মাদ্রিদকে শক্তিশালী মানলেও তিনি বিশ্বাস করেন তার দলের সামর্থ্য আছে রিয়াল মাদ্রিদকে হারানোর।
এছাড়াও ‘নগরডার্বি’ নিয়ে সিমিওনে বলেন, ‘তারা (রিয়াল) এমন একটি দল যারা ছয়টি ম্যাচই জিতেছে। তারা দুর্দান্ত সময় পার করছে এবং ম্যাচের পার্থক্য গড়ে দেওয়ার মতো তাদের খেলোয়াড় রয়েছে। তারা দুর্দান্ত প্রতিপক্ষ।’
লা লিগায় চলতি মৌসুমে ছয় ম্যাচে চার গোল এবং এক অ্যাসিস্ট করছেন আলভারেজ। রিয়াল মাদ্রিদ ম্যাচ নিয়ে আর্জেন্টাইন ফরোয়ার্ড বলেন, ‘আমরা আমাদের ভক্তদের সামনে রিয়ালের বিপক্ষে খেলবো, যা একটি দুর্দান্ত দৃশ্য হতে চলেছে এবং আমরা তিনটি পয়েন্ট অর্জনের জন্য সবকিছু করবো।’