
বাংলাদেশ দলে বর্তমানে সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড় মুশফিকুর রহিম। পঞ্চপাণ্ডবের মধ্যে কেবল মুশফিকই এখন খেলছেন জাতীয় দলে। মিরপুরে আয়ারল্যন্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে দেশের ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে শততম ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেছেন মিস্টার ডিপেন্ডেবল।
তবে এখনই থামতে চান না তিনি। খেলা চালিয়ে যেতে চান ৩৮ বছর বয়সী মুশফিক। তার খেলা চালিয়ে কারণ কেবল দেশের প্রতিনিধিত্ব করা নয়। ২০ বছরের আন্তর্জাতিক ক্রিকেটে যেই অভিজ্ঞতা অর্জন করেছেন তিনি। তা তরুণদের মধ্যে বিলিয়ে দিতে চান।
আইরিশদের বিপক্ষে নিজের শততম টেস্ট ম্যাচ খেলতে নেমে প্রথম ইনিংসে বিশ্বের ১১তম ক্রিকেটার হিসেবে সেঞ্চুরির করার কৃর্তি গড়েছেন মুশফিক। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও শতরান করার সুযোগ ছিল তার। ইনিংস ঘোষণা করার আগে ছিলেন ৫৩ রানে অপরাজিত সাবেক টেস্ট অধিনায়ক। যদিও দ্বিতীয় ইনিংসে হাফ-সেঞ্চুরি করার মধ্যে দিয়ে শততম টেস্ট ম্যাচে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষ পাঁচ নম্বরে আছেন মুশফিকুর রহিম। এই ধারাবাহিকতা ধরে রেখে আরও অনেক দূর এগিয়ে যেতে চান তিনি।
গতকাল ম্যাচ শেষে নিজের ক্যারিয়ার নিয়ে মুশফিক বলেন, ‘আমি আরও খেলতে চাই।’ নিজের শততম ম্যাচ নিয়ে বলেন, ‘আমি প্রতিটি মুহূর্ত সত্যিই উপভোগ করেছি। ১০০ ম্যাচ খেলার সৌভাগ্য হয়েছে এবং এর প্রতিটি সেকেন্ড উপভোগ করেছি। ড্রেসিংরুম ভাগাভাগি করে নেওয়ার সৌভাগ্য হয়েছে এবং অদূর ভবিষ্যতে আমাদের একটি দুর্দান্ত দল হবে।’
এছাড়াও মিস্টার ডিপেন্ডেবল জানিয়েছেন, যতদিন ড্রেসিং রুমে থাকবেন তিনি, ততদিন তরুণদের পথ দেখাবেন। মুশফিক বলেন, ‘একজন তরুণ খেলোয়াড় হিসেবে জাতীয় দলে এসেছি, এখন আর তরুণ নই। এখন তরুণদের পথ দেখানো আমার দায়িত্ব। আমি কেবল আমার সর্বোচ্চ চেষ্টা করি এবং আশা করি তারা আমার কাছ থেকে নয়, অন্য সকল খেলোয়াড়ের কাছ থেকে অনেক কিছু শিখবে। নতুন ক্যাপ থেকেও আমার কিছু রং বের করা দরকার।’