
নানান কারণে আলোচনায় আসা ‘খিলাড়ি’ খ্যাত বলিউড তারকা অক্ষয় কুমার আবারও আলোচনার কেন্দ্রে ‘কমলালেবু কাণ্ডে’। ২০১৯ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎকারে তার ‘আম খাওয়া’ সংক্রান্ত প্রশ্ন নিয়ে রীতিমতো ভাইরাল হয়েছিল অক্ষয়। এবার তিনি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশকে করলেন ‘কমলালেবু’ নিয়ে প্রশ্ন।
মঙ্গলবার (৭ অক্টোবর) এক আলোচনাসভায় মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর সাক্ষাৎকার নেন অক্ষয়। শুরুতেই বলেন, ‘এটি আমার জীবনের দ্বিতীয় সাক্ষাৎকার; প্রথমটি ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে।’ এরপরই পুরোনো প্রসঙ্গে ফিরে এসে অক্ষয় বলেন, ‘আমি প্রধানমন্ত্রীকে প্রশ্ন করেছিলাম— আপনি কীভাবে আম খান? এই প্রশ্ন শুনে সবাই আমাকে নিয়ে খুবই মশকরা করেছিল। কিন্তু আমি নিজেকে বদলাতে পারব না।’
এরপরই নাগপুরের বিখ্যাত কমলালেবুর প্রসঙ্গ টেনে অক্ষয় প্রশ্ন করেন, ‘আপনি যেহেতু নাগপুরের মানুষ আর নাগপুরের কমলালেবু বিশ্ববিখ্যাত, তাই আমার প্রশ্ন— আপনার কমলালেবু খেতে কেমন লাগে?’
অক্ষয়ের এমন প্রশ্নে মুখ্যমন্ত্রী হেসে বলেন, ‘কমলালেবু আমি খুবই ভালোবাসি আর আমি প্রতিদিনই কমলালেবু খাই তবে একটু ভিন্নভাবে। কমলালেবু মাঝখান থেকে অর্ধেক করে কেটে তার উপর নুন ছিটিয়ে একেবারে আমের মতো করে খাই।’
এই খাওয়ার পদ্ধতি শুনে অক্ষয় অবাক হয়ে বলেন, ‘ঠিক আছে, আজ একটা নতুন জিনিস শিখলাম— আমিও এভাবে খাওয়ার চেষ্টা করব।’
সাক্ষাৎকারের এই অংশ দ্রুত ভাইরাল হয় অনলাইনে। নেটিজেনরা বলছেন— ‘আমের পর এবার কমলালেবু, অক্ষয় কুমার সত্যিই প্রশ্নে অনন্য!’