
বলিউডের প্রভাবশালী অভিনেতা আমির খান তার ব্যক্তিগত জীবন ও নতুন সম্পর্ক নিয়ে দীর্ঘদিনের গুঞ্জন ও জল্পনার অবসান ঘটিয়েছেন। রিনা দত্ত ও কিরণ রাওয়ের সঙ্গে বৈবাহিক সম্পর্কের ইতি টানার পর দীর্ঘ সময় একা থাকলেও এখন তিনি গৌরী স্প্র্যাটের সঙ্গে নতুন জীবন শুরু করেছেন।
সম্প্রতি মুম্বাইয়ে আয়োজিত এক অনুষ্ঠানে নিজের বর্তমান সম্পর্কের গভীরতা নিয়ে কথা বলতে গিয়ে ৬১ বছরে পা রাখা এই অভিনেতা আবেগপ্রবণ হয়ে বলেন, ‘আমি মন থেকে ইতোমধ্যেই গৌরীর সঙ্গে বিবাহিত’। তিনি জানান যে, তারা দুজনেই এই সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দিচ্ছেন এবং একে অপরের প্রতি পুরোপুরি প্রতিশ্রুতিবদ্ধ।
আমির ও গৌরীর এই রসায়ন এখন মুম্বাইয়ের টিনসেল টাউনের আলোচনার কেন্দ্রে রয়েছে। অভিনেতা জানান যে, তারা বর্তমানে একটি সুন্দর সময় পার করছেন এবং সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে তারা ইতিবাচক। আনুষ্ঠানিক বিয়ের বিষয়ে আমির বলেন, ‘বিয়ের মতো যে ধরনের নিয়মকানুন থাকে, সেগুলো সময়মতো আপনাদের জানাব।
আমাদের সম্পর্কটা আরও কিছুটা সামনে এগিয়ে যাক’। অভিনেতা স্পষ্ট করে দিয়েছেন যে, সামাজিক আনুষ্ঠানিকতা বা আইনি স্বীকৃতির চেয়ে তাঁদের মধ্যকার পারস্পরিক বোঝাপড়া ও প্রতিশ্রুতিই এখন তাঁদের কাছে মুখ্য। এর আগে অভিনেত্রী ফাতিমা সানা শেখের সঙ্গে আমিরের নাম জড়ালেও সেই গুঞ্জন শেষ পর্যন্ত ধোপে টেকেনি।
আমিরের নতুন জীবনসঙ্গিনী ৪৬ বছর বয়সী গৌরী স্প্র্যাট পেশাগত ও ব্যক্তিগত জীবনে বেশ স্বাবলম্বী একজন নারী। বেঙ্গালুরুর বাসিন্দা গৌরী এক পুত্রসন্তানের জননী এবং বর্তমানে তিনি মুম্বাইয়ে আমিরের সঙ্গে একই ছাদের নিচে থাকছেন।
তাঁদের দুজনের মধ্যে বয়সের ব্যবধান ১৪ বছর হলেও সম্পর্কের ক্ষেত্রে এটি কোনো বাধা হয়ে দাঁড়ায়নি বলে ঘনিষ্ঠ সূত্রগুলো জানিয়েছে। আমিরের আগের দুই সংসারের সন্তান ও প্রাক্তন স্ত্রীদের সঙ্গেও গৌরীর হৃদ্যতাপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে বলে জানা গেছে, যা আমিরের নতুন এই অধ্যায়কে আরও স্থিতিশীলতা দান করেছে।
দীর্ঘ ক্যারিয়ারে আমির খান সব সময়ই তার কাজ এবং ব্যক্তিজীবনের সততার জন্য প্রশংসিত হয়েছেন। তার নতুন এই সম্পর্কের খবরে ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও আমির জানিয়েছেন যে তিনি বর্তমানে মানসিকভাবে বেশ শান্তিতে আছেন।
বিয়ের আনুষ্ঠানিক দিনক্ষণ এখনই ঘোষণা না করলেও অভিনেতা কথা দিয়েছেন যে সময় হলে তিনি নিজেই সবাইকে তা জানাবেন। আপাতত নিজের নতুন সিনেমা এবং ব্যক্তিগত জীবনের এই নতুন সঙ্গীকে ঘিরেই আমিরের ব্যস্ততা আবর্তিত হচ্ছে।