
বাংলাদেশ ও ভারতের ক্রীড়া সম্পর্ক নতুন করে বড় ধরনের টানাপড়েনে পড়েছে। চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) থেকে ভারতীয় উপস্থাপিকা রিধিমা পাঠককে নাকি বাদ দেওয়া হয়েছে, এমন খবর ছড়িয়ে পড়ার পর দুই দেশের মধ্যে চলমান ক্রীড়া উত্তেজনা আরো চরমে উঠে।
তবে এসব প্রতিবেদন সরাসরি নাকচ করে দিয়েছেন রিধিমা। তিনি জানিয়েছেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কথা বিবেচনা করেই তিনি স্বেচ্ছায় বিপিএলের উপস্থাপনা প্যানেল থেকে সরে দাঁড়িয়েছেন।
সম্প্রতি ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের নির্দেশে আইপিএল ফ্র্যাঞ্চাইজি কেকেআর বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে দল থেকে ছেড়ে দেয়, এর পর থেকেই মূলত উত্তেজনার সূত্রপাত।
এর প্রতিক্রিয়ায় বাংলাদেশ সরকার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)–এর সম্প্রচার বন্ধের সিদ্ধান্ত নেয় এবং আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে নেওয়ার দাবি তোলে।
এই প্রেক্ষাপটেই বাংলাদেশের কয়েকটি গণমাধ্যমে দাবি করা হয়, কূটনৈতিক উত্তেজনার প্রভাব পড়েছে বিপিএলেও এবং রিধিমা পাঠককে উপস্থাপনা প্যানেল থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
তবে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে রিধিমা বিষয়টি স্পষ্ট করেন।
এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, তিনি লেখেন, ‘গত কয়েক ঘণ্টায় এমন একটি বয়ান ছড়ানো হয়েছে যে আমাকে বিপিএল থেকে বাদ দেওয়া হয়েছে। এটি সত্য নয়। আমি নিজেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।
আমার কাছে দেশ সবার আগে, সবসময়। ক্রিকেটকে আমি যেকোনো একক দায়িত্বের চেয়েও বড় করে দেখি। সততা, সম্মান ও নিষ্ঠার সঙ্গে এই খেলাটির পাশে থাকার অঙ্গীকারে আমি অটল।’
ঢাকা পর্বে রিধিমার উপস্থাপনা করার কথা ছিল। কিন্তু তার আসাই হলো না।
এদিকে মুস্তাফিজুর রহমান ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জরুরি বৈঠক করে আইসিসিকে জানায়, নিরাপত্তা শঙ্কার কারণে তারা ভারতে খেলতে অনিচ্ছুক এবং ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরানোর অনুরোধ জানায়।