
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চীনা নেতা শি জিনপিংয়ের সঙ্গে আসন্ন বৈঠকে তিনি রাশিয়া-ইউক্রেন সম্পর্কিত বিষয়গুলো নিয়ে আলোচনার পরিকল্পনা করছেন। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে তিনি চীনের সাহায্য চাইবেন।
শুক্রবার (২৪ অক্টোবর) স্থানীয় সময় রাতের দিকে ওয়াশিংটন ত্যাগ করা ট্রাম্প মালয়েশিয়া, জাপান ও দক্ষিণ কোরিয়া সফরে আসছেন। জানুয়ারিতে ক্ষমতা গ্রহণের পর এটিই এই অঞ্চলে তার প্রথম সফর।
বিমানে ওঠার সময় তিনি সাংবাদিকদের বলেন, ‘আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তার মধ্যে একটি হলো, রাশিয়া-ইউক্রেন। আমি চাই চীন আমাদের সাহায্য করুক।’
ইউক্রেন সংঘাত সমাধানের কথা বলতে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ‘আমরা রাশিয়ার ওপর খুব বড় নিষেধাজ্ঞা আরোপ করেছি। আমার মনে হয় সেই নিষেধাজ্ঞাগুলো হবে খুব তীব্র, খুব শক্তিশালী। তবে আমি চীনকে আমাদের সাহায্য করতে দেখতে চাই।’
একই সময় ট্রাম্প বলেন, তিনি উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গেও বৈঠকের জন্য প্রস্তুত।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট বৃহস্পতিবার ঘোষণা করেছেন, সফরকালে ট্রাম্প দ্বিপাক্ষিক আলোচনার পাশাপাশি দক্ষিণ-পূর্ব এশিয়ান নেশনস অ্যাসোসিয়েশন (আসিয়ান) এবং এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (এপেক) অনুষ্ঠানেও অংশগ্রহণ করবেন। ট্রাম্প এবং শি’র মধ্যে ৩০ অক্টোবর দক্ষিণ কোরিয়ায় আলোচনা হওয়ার কথা রয়েছে।