
ভারতের জনপ্রিয় রিয়্যালিটি শো ‘বিগ বস ১৯’ বরাবরের মতোই এবারও বিতর্কে ঘেরা। সাম্প্রতিক এক এপিসোডে একটি টাস্ক চলাকালীন সময়ে গায়ক-সঙ্গীত পরিচালক আমাল মালিকের বিরুদ্ধে আপত্তিকর স্পর্শের অভিযোগ তোলেন শোয়ের প্রতিযোগী অভিনেত্রী নেহাল চুড়াসামা। এ ঘটনা নিয়ে ভেঙে পড়েন নেহাল, ক্ষমা চাইতে থাকেন আমালও। তবে মীমাংসায় গিয়ে উলটো নিজেই ফেঁসে গেলেন অভিনেত্রী।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘বিগ বস্’-এর ঘরে বিভিন্ন রকম খেলা হয়। শারীরিক শক্তি প্রদর্শনের বিষয়ও থাকে সেখানে। সেই খেলা অনেক সময়ে হাতাহাতিতেও পৌঁছায়। এমনই একটি খেলায় যোগ দিয়েছিলেন আমাল ও নেহাল। তারা প্রতিপক্ষ ছিলেন। সেই সময়ে হঠাৎই নেহাল অভিযোগ করেন, তার শরীর খারাপভাবে স্পর্শ করেছেন আমাল মালিক। এরপর কান্নায় ভেঙে পড়েন নেহাল। অন্য দিকে অপ্রস্তুত হয়ে পড়েন আমালও। তিনি বার বার ক্ষমা চাইতে থাকেন নেহালের কাছে। তাকেও কাঁদতে দেখা যায়।
এদিকে, অপূর্ব লাখিয়া পরিচালিত ‘ব্যাটল অফ গালওয়ান’ সিনেমার শুটিংয়ের কারণে শোয়ের সঞ্চালক সালমান খান অনুপস্থিত থাকায় দায়িত্ব নেন কোরিওগ্রাফার-পরিচালক ফারহা খান। তিনি দুজনকেই সরাসরি তিরস্কার করেন। ফারহার মন্তব্য, ‘ওই মুহূর্তে আসলে কী হয়েছিল, তা জানেন শুধু আমাল, নেহাল আর দর্শক। অথচ বিষয়টিকে অকারণে বড় করা হলো।’
ফারহা আরও স্পষ্ট করে বলেন, খেলার অংশ হিসেবে নেহালও আমালকে শারীরিক আঘাত করে, যা ঠিক ছিলো না। অন্যদিকে আমালের উদ্দেশে তিনি প্রশ্ন তোলেন, ‘যখন জানো তুমি কোনো ভুল করোনি, তখন এতবার ক্ষমা চাইলে কেন? এতে বরং বিষয়টি উলটো দিকে মোড় নেয়।’
নারীবাদের প্রসঙ্গ টেনে নেহালের উদ্দেশ্যে ফারহা জানান, প্রকৃত নারীবাদ মানে হলো সত্যের পাশে থাকা; কারও প্রতি ভুল অপবাদ চাপানো নয়। আর তাই অভিযোগের ভিত্তিতে এই মীমাংসার চেষ্টাই শেষ পর্যন্ত নেহালকেই অস্বস্তিকর অবস্থায় ফেলে দিয়েছে।