
ঘরের মাঠে এশিয়ান কাপ বাছাইয়ে হংকং চায়নার কাছে ৪-৩ গোলে হেরেছে বাংলাদেশ। ম্যাচে ৩-১ গোলে পিছিয়ে ছিল স্বাগতিকরা। তবে দুর্দান্ত কামব্যাকে ম্যাচে সমতা আনে লাল-সবুজের প্রতিনিধিরা। তবে একেবারে শেষ মুহূর্তে গোল হজম করে হার নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
সাফজয়ী সাবেক গোলরক্ষক আমিনুল হক মনে করেন, হংকং ম্যাচে গোলকিপার মিতুল মারমা নার্ভাস ছিলেন। শুক্রবার (১০ অক্টোবর) ঢাকার উত্তরায় একটি ক্যাফের উদ্বোধন শেষে বাংলাদেশ–হংকং ম্যাচ নিয়ে এ কথা বলেন বাংলাদেশ ফুটবল দলের সাবেক এই অধিনায়ক।

আমিনুল হক বলেন, ‘গোলকিপার যদি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তটা নিতে পারতো, তাহলে হয়তো ফলটা ভিন্ন হতে পারতো। আমার মনে হয়েছে, আমাদের গোলকিপার কিছুটা হলেও নার্ভাস ফিল করেছে।’
দলের এমন হারে পর কোচ হ্যাভিয়ের কাবরেরার কৌশল ও সিদ্ধান্তের সমালোচনা করছেন অনেকে। এ প্রসঙ্গে আমিনুল বলেন, ‘আমরা কিন্তু গতানুগতিক কথার মধ্যে আছি। হারলে সবাই কোচকে দোষ দেয়, জিতলে বলে সবাই মিলে জিতেছি। হেরে গেলে সমালোচনা থাকবেই। তবে এটাকে ইতিবাচকভাবেও দেখা যায়।’

তিনি আরও বলেন, ‘কোচ সব সময়ই চায় তার বেস্ট ইলেভেন খেলাতে। কিন্তু টিম হেরে গেলে দোষটা এসে পড়ে কোচের ঘাড়ে। আসলে সঠিক সময়ে খেলোয়াড়েরা ক্লিক করতে না পারলেই সমস্যা হয়।’