
যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উপলক্ষে এক ডলারের মুদ্রায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি রাখার কথা বিবেচনা করছে মার্কিন ট্রেজারি বিভাগ। শুক্রবার (৩ অক্টোবর) ফেডারেল সংস্থাটি মুদ্রার প্রথম নকশার খসড়া প্রকাশ করেছে।
প্রকাশিত নকশায় দেখা গেছে, মুদ্রার একপাশে ট্রাম্পের মুখাবয়ব – যেখানে লেখা রয়েছে ‘স্বাধীনতা’ এবং ‘আমরা স্রষ্টায় বিশ্বাস করি’ শব্দগুলো। সেখানে ১৭৭৬-২০২৬ তারিখগুলোও লেখা রয়েছে।
অন্যপাশে দেখা যাচ্ছে, ট্রাম্প মার্কিন পতাকার পটভূমিতে মুষ্টি উঁচিয়ে আছেন। সেখানে দেশের নামের পাশাপাশি লেখা আছে ‘লড়াই করো, লড়াই করো, লড়াই করো’ এবং ‘ই প্লুরিবাস উনাম’।
মুষ্টি উঁচিয়ে থাকা টাম্পের ছবিটি ২০২৪ সালের জুলাই মাসে তাকে ব্যর্থ হত্যা প্রচেষ্টার পরপরই ব্যাপকভাবে ভাইরাল হয়। সেসময় কানের কাছ দিয়ে হালকা রক্তাক্ত করে বুলেট চলে যাওয়ার পর ট্রাম্পকে বলতে শোনা যায়, ‘লড়াই করো, লড়াই করো, লড়াই করো’। এপির সাংবাদিক ইভান ভুচি ছবিটি তুলেছিলেন।
ট্রেজারি বিভাগের একজন মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, ‘উগ্র বামপন্থীরা জোরপূর্বক সরকার শাটডাউন করে দেওয়া সত্ত্বেও তথ্যগুলো স্পষ্ট যে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঐতিহাসিক নেতৃত্বে আমাদের জাতি তার ২৫০ তম বার্ষিকীতে প্রবেশ করছে – আগের চেয়ে আরও শক্তিশালী, আরও সমৃদ্ধ এবং উন্নত।’
মুখপাত্র এক্স-পোস্টে মুদ্রার নকশা জুড়ে দিয়ে বলেন, ‘যদিও যুক্তরাষ্ট্রের অর্ধ-পঞ্চম বার্ষিকী উদযাপনের জন্য এখনো এক ডলারের মুদ্রার চূড়ান্ত নকশা নির্বাচিত হয়নি – তবে প্রথম খসড়াটি আমাদের দেশ ও গণতন্ত্রের স্থায়ী চেতনাকে প্রতিফলিত করে, এমনকি প্রচুর বাধার মুখেও।’
ওয়াশিংটন পোস্টের মতে, বিদ্যমান মার্কিন আইন সাধারণত মুদ্রায় জীবিত মানুষের ছবি রাখা নিষিদ্ধ করে। এছাড়া ২০২০ সালের সার্কুলেটিং কালেক্টিবল কয়েন রিডিজাইন আইনেও মানুষের আবক্ষ মূর্তি বা প্রতিকৃতি নিষিদ্ধ।