
আমদানি পর্যায়ে পরিশোধিত আয়কর নিয়ে দীর্ঘদিনের জটিলতা ও ভোগান্তির অবসান ঘটাতে নতুন একটি স্বয়ংক্রিয় ব্যবস্থা চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এক সংবাদ বিবৃতিতে পরিশোধিত আয়কর স্বয়ংক্রিয়ভাবে ই-রিটার্নে ক্রেডিট হিসেবে যুক্ত হওয়ার বিষয়টি জানানো হয়েছে।
এনবিআর জানায়, করদাতাদের সুবিধার্থে এনবিআরের ই-রিটার্ন সিস্টেমের সঙ্গে অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেমের কার্যকর সংযোগ সম্পন্ন করে তা আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে। এর ফলে আমদানিকারক করদাতাদের আর আলাদাভাবে আমদানি পর্যায়ে পরিশোধিত আয়করের তথ্য সংযুক্ত বা প্রমাণ দাখিল করতে হবে না।
সূত্র আরো জানায়, আমদানিকারক করদাতা ই-রিটার্নে ব্যাবসায়িক আয়ের তথ্য এন্ট্রি দেওয়ার সময় সংশ্লিষ্ট আয়বছরে প্রতিটি বিল অব এন্ট্রি অনুযায়ী তিনি যে পরিমাণ অগ্রিম আয়কর পরিশোধ করেছেন, তার সম্পূর্ণ তথ্য স্বয়ংক্রিয়ভাবে সিস্টেমে প্রদর্শিত হবে। আমদানি পর্যায়ে পরিশোধিত ঐ আয়কর ই-রিটার্নে করদাতার মোট প্রদেয় আয়কর থেকে স্বয়ংক্রিয়ভাবে সমন্বয় হয়ে যাবে এবং চূড়ান্ত পরিশোধযোগ্য কর নির্ধারিত হবে।
এতে করে আমদানিকারক ব্যবসায়ীদের রিটার্ন দাখিল প্রক্রিয়া যেমন সহজ হলো, তেমনি আয়কর ক্রেডিট নিয়ে দীর্ঘদিনের প্রশাসনিক জটিলতা ও হয়রানিরও অবসান ঘটল বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
গত ৪ আগস্ট অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ ২০২৫-২৬ করবছরের জন্য www. etaxnbr.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে ই-রিটার্ন দাখিল কার্যক্রমের উদ্বোধন করেন। উদ্বোধনের পর থেকে এ পর্যন্ত ৪৬ লাখের বেশি করদাতা ই-রিটার্ন সিস্টেমে রেজিস্ট্রেশন করেছেন এবং প্রায় ৩৩ লাখ করদাতা ইতিমধ্যে ই-রিটার্ন দাখিল সম্পন্ন করেছেন। যেসব করদাতার জন্য ই-রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়নি, তারাও স্বেচ্ছায় অনলাইনে ই-রিটার্ন দাখিল করছেন। চলতি করবছরে প্রবাসী বাংলাদেশি করদাতাদের জন্যও ই-রিটার্ন সিস্টেম উন্মুক্ত করা হয়েছে। এনবিআরের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত প্রায় ৪ হাজার প্রবাসী বাংলাদেশি করদাতা ২০২৫-২৬ করবছরের আয়কর রিটার্ন অনলাইনে ই-রিটার্ন সিস্টেমে দাখিল করেছেন। অনলাইনে ই-রিটার্ন দাখিলের ক্ষেত্রে কোনো ধরনের কাগজপত্র বা দলিলাদি আপলোড করার প্রয়োজন নেই। ব্যক্তি শ্রেণির করদাতারা যেন ঘরে বসেই সহজে আয়কর পরিশোধ ও রিটার্ন দাখিল করতে পারেন সে লক্ষ্যেই জাতীয় রাজস্ব বোর্ডের ডিজিটাল সেবা কার্যক্রম অব্যাহত রয়েছে। ই-রিটার্ন সিস্টেম ব্যবহার করে আগামী ৩১ জানুয়ারি তারিখের মধ্যে ২০২৫-২৬ করবছরের আয়কর রিটার্ন দাখিলের জন্য সব ব্যক্তি করদাতাকে অনুরোধ জানিয়েছে এনবিআর।