
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদের ময়নাতদন্ত প্রতিবেদন দিতে দেরি হওয়ার কারণ জানতে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে ফোন করেছিলেন তখনকার প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ পুনঃজবানবন্দিতে চৌধুরী আবদুল্লাহ আল-মামুন এ তথ্য প্রকাশ করেন। জবানবন্দিতে তিনি জানান, ফোনালাপের পর তিনি রংপুর পুলিশ কমিশনারের সঙ্গে যোগাযোগ করলে জানানো হয়, যথাযথ কর্তৃপক্ষ ময়নাতদন্ত প্রতিবেদন দিতে দেরি করছে।
চৌধুরী আবদুল্লাহ আল-মামুন গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানের সঙ্গে আসামি ছিলেন। এই মামলায় তিনি ‘অ্যাপ্রুভার’ (রাজসাক্ষী) হিসেবে জবানবন্দি দিয়েছেন।
আজ ট্রাইব্যুনালে তার জেরা অনুষ্ঠিত হয়। প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম জানান, চৌধুরী আবদুল্লাহ আল-মামুন আরও কিছু তথ্য দিতে চান, যা ছাড়া পূর্ণ সত্য উদঘাটন সম্ভব নয়। বিকেলে তার পুনঃজবানবন্দি গ্রহণ করেন ট্রাইব্যুনাল।