
আবারও পতনে দেশের শেয়ার বাজার। গতকাল মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনকৃত অধিকাংশ কোম্পানির শেয়ারদরই কমেছে। এরআগে টানা পাঁচ কার্যদিবস পতনের পর গত সোমবার সূচক কিছুটা বেড়েছিল।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসইতে গতকাল বেশির ভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর বাড়ার মধ্যে দিয়ে লেনদেন শুরু হয়। কিন্তু লেনদেন শুরুর দুই ঘণ্টা পর বাজারের চিত্র বদলে যায়। দিনশেষে এই বাজারে লেনদেনকৃত মোট কোম্পানির মধ্যে দর বেড়েছে ৮৪টির, কমেছে ২৪২টির। আর ৬৩টির দর অপরিবর্তিত রয়েছে। এতে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় তুলনায় ১৩ পয়েন্ট কমে ৪ হাজার ৮৬০ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য দুই সূচকের মধ্যে দাঁড়িয়েছে ডিএসই শরিয়াহ সূচক ৪ পয়েন্ট কমে ১ হাজার ২ পয়েন্টে ও বাছাই করা ভালো ৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক এক পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৭৩ পয়েন্টে অবস্থান করছে। প্রধান মূল্যসূচক কমলেও ডিএসইতে লেনদেনের পরিমাণ বেড়েছে। বাজারটিতে লেনদেন হয়েছে ৪০৭ কোটি ৪১ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৩৯৫ কোটি ৯৪ লাখ টাকা। এ হিসাবে আগের কার্যদিবসের তুলনায় লেনদেন বেড়েছে ১১ কোটি ৪৭ লাখ টাকা। দেশের প্রধান এই শেয়ারবাজারে গতকাল টাকার অংকে লেনদেনের ভিত্তিতে শীর্ষ দশ কোম্পানি হলো: বাংলাদেশ শিপিং করপোরেশন, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, সায়হাম কটন, রহিম টেক্সটাইল, শাহজিবাজার পাওয়ার, মুন্নু ফেব্রিক্স, রহিমা ফুড, সিটি জেনারেল ইন্স্যুরেন্স, ডমিনেজ স্টিল বিল্ডিং এবং খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ। অপরবাজার সিএসইতে লেনদেনকৃত মোট ১৭২টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৬৮টির, কমেছে ৭৬টির এবং ২৮টির দাম অপরিবর্তিত রয়েছে। এতে এই বাজারের সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ১২ পয়েন্ট।