
প্রথমবারের মতো আফ্রিকায় যাত্রা শুরু করেছে চীনের তৈরি একটি পাইলটবিহীন বৈদ্যুতিক ‘ফ্লাইং ট্যাক্সি’। নতুন প্রজন্মের নিম্ন-উচ্চতার এই ট্যাক্সির প্রতি বিশ্বব্যাপী ক্রেতাদের আগ্রহ ক্রমশ বাড়ছে।
সম্প্রতি রুয়ান্ডার রাজধানী কিগালিতে ৩৪টি দেশের অংশগ্রহণে অনুষ্ঠিত ‘এভিয়েশন আফ্রিকা সামিট ও প্রদর্শনী’র সময় চীনের ফ্লাইং ট্যাক্সিটি সামনে আনা হয়।
সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে, পাইলট ছাড়াই এই ‘ফ্লাইং ট্যাক্সি’ টেক-অফ এবং ল্যান্ডিং করতে পারে। এটি দক্ষিণ চীনের গুয়াংজু শহরের তালিকাভুক্ত প্রযুক্তি কোম্পানি ‘ইহ্যাং হোল্ডিংস’-এর নির্মিত।
প্রতিবেদনে বলা হয়, চীনের বিমান সংস্থাগুলোর জন্য এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। নির্মাতাদের নজর এখন বিশ্ববাজারে।
সিনহুয়ার তথ্য অনুযায়ী, আধুনিক পর্যটনে দ্রুত অগ্রসরমান রুয়ান্ডা শহুরে যানজট ও বায়ুদূষণ কমাতে আকাশপথকে নতুন সমাধান হিসেবে গড়ে তুলতে চায়। এরই অংশ হিসেবে চীনের এই ‘ফ্লাইং ট্যাক্সি’ উড্ডয়ন করা হলো।
প্রসঙ্গত, চীনের স্টেট কাউন্সিল ২০৩৫ সালের মধ্যে সম্পূর্ণরূপে এআই-চালিত অর্থনীতি প্রতিষ্ঠার জন্য দশ বছরের একটি পরিকল্পনা উন্মোচন করেছে। এর লক্ষ্য দেশের উন্নয়নের জন্য এআইকে ‘মূল প্রবৃদ্ধির ইঞ্জিন’ হিসেবে গড়ে তোলা। এই পরিকল্পনায় সব সুযোগ-সুবিধায় এআই যুক্ত করা হবে।