
আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ শেষে হৃদয়বিদারক এক খবরে ভেঙে পড়েছেন শ্রীলঙ্কার তরুণ অলরাউন্ডার দুনিত ভেল্লালাগে। ম্যাচের পরই তিনি জানতে পারেন, হৃদ্রোগে আক্রান্ত হয়ে তাঁর বাবা সুরাঙ্গা ভেল্লালাগে (৫৪) মারা গেছেন।
খবরটি নিশ্চিত করেছে শ্রীলঙ্কার সংবাদমাধ্যম নিউজওয়ার এবং আবুধাবিতে থাকা এশিয়া কাপ কাভার করা শ্রীলঙ্কান সাংবাদিকরাও।
সুরাঙ্গা ভেল্লালাগে নিজেও ছিলেন একজন সাবেক ক্রিকেটার। ছেলের ক্রিকেট ক্যারিয়ারে তাঁকে বলা হয় অন্যতম অনুপ্রেরণাদায়ী ব্যক্তি।
আফগানিস্তান ম্যাচে ভেল্লালাগের কঠিন সময়
এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে মহীশ তিকসানার পরিবর্তে একাদশে সুযোগ পান দুনিত ভেল্লালাগে। প্রথম তিন ওভারে কিছুটা নিয়ন্ত্রিত বোলিং করলেও, শেষ ওভারটি তার জন্য রীতিমতো দুঃস্বপ্নে পরিণত হয়।
শেষ ওভারে আফগানিস্তানের মোহাম্মদ নবী তার করা ওভার থেকে তুলে নেন ৩১ রান। পুরো ওভারে মোট রান হয় ৩২।
তবে ব্যাটিংয়ে কুশল মেন্ডিসের অপরাজিত ৭৪ রানে ভর করে ৮ বল হাতে রেখেই শ্রীলঙ্কা ৬ উইকেটে ম্যাচটি জিতে নেয়। এর ফলে সুপার ফোরে জায়গা করে নেয় বাংলাদেশও।