
আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে টানা দুই ম্যাচ জিতে ইতিমধ্যেই সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। এখন টাইগারদের লক্ষ্য একটাই-হোয়াইটওয়াশ। রোববার (৫ অক্টোবর) শারজায় বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি।
প্রথম দুই ম্যাচে মিডল অর্ডার নিয়ে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট খুব একটা স্বস্তিতে নেই। ফলে এই ম্যাচে একাদশে দেখা যেতে পারে তাওহীদ হৃদয়কে। অসুস্থতার কারণে প্রথম দুই ম্যাচ মিস করেন তিনি। হৃদয় ফিরলে বাদ পড়তে মোহাম্মদ সাইফুদ্দিন।
এ ছাড়া বাংলাদেশের একাদশ অপরিবর্তিত থাকার সম্ভাবনাই বেশি। টি-টোয়েন্টি সিরিজ শেষে ৮ অক্টোবর থেকে বাংলাদেশ ও আফগানিস্তান তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে। ফলে তাসকিন আহমেদ যথারীতি বিশ্রামে থাকতে পারেন শেষ টি-টোয়েন্টিতে।
এ ছাড়া সিরিজ নিশ্চিত হয়ে যাওয়ায় মোস্তাফিজুর রহমানকেও বিশ্রাম দেওয়া হতে পারে। তাহলে একাদশে ফিরতে পারেন তানজিম হাসান সাকিব।
বাংলাদেশ দলের সম্ভাব্য একাদশ: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, নুরুল হাসান সোহান, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক (অধিনায়ক এবং উইকেটরক্ষক), শামীম হোসেন, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, শরীফুল ইসলাম।