
এশিয়া কাপের প্রথম ম্যাচ জিতে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের মনে কিছুটা হলেও আশার সঞ্চার হয়েছিল। কিন্তু সেই আলো দ্রুত নিভে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিং ব্যর্থতায়। মাত্র ১৩৯ রানে অলআউট হওয়া দলটি বল হাতে প্রতিদ্বন্দ্বিতাও করতে পারেনি। লঙ্কানরা নির্ধারিত লক্ষ্য ছুঁয়ে ফেলে ৩২ বল বাকি থাকতে।
এতেই বাংলাদেশের সুপার ফোরে যাওয়ার আশা অনেকটা ফিকে হয়ে গেছে। সুপার ফোরের আশা বাঁচিয়ে রাখতে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগারদের সামনে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। এই ম্যাচে হার মানেই বিদায় নিতে হবে এবারের আসর থেকে।
এমন গুরুত্বপূর্ণ ম্যাচে একাদশে পরিবর্তন আসার সম্ভাবনা প্রবল। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং- সব বিভাগেই নতুন করে ভাবতে হচ্ছে টিম ম্যানেজমেন্টকে। গত ম্যাচেও ব্যর্থ ছিলেন তাওহীদ হৃদয়। তাই চার নম্বর পজিশনে তার জায়গায় ফিরতে পারেন সাইফ হাসান।
এদিকে শেখ মেহেদীর জায়গায় দেখা যেতে পারে বাঁহাতি স্পিনার নাসুম আহমেদকে। তার নিয়ন্ত্রিত লাইন লেন্থ আফগান ব্যাটারদের বিপক্ষে কার্যকর হতে পারে। পেস বিভাগেও রয়েছে পরিবর্তনের আভাস। তবে বিশ্রাম কাটিয়ে ফিরতে পারেন তাসকিন আহমেদ। সেক্ষেত্রে বাদ পড়তে পারেন শরীফুল ইসলাম।
বাংলাদেশ দলের সম্ভাব্য একাদশ: লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন, সাইফ হাসান, জাকের আলী অনিক, শামীম পাটোয়ারি, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব ও তাসকিন আহমেদ।