
বলিউডের প্রবীণ অভিনেতা ধর্মেন্দ্রর স্বাস্থ্য নিয়ে সিনেপাড়ায় বেশ কদিন ধরে চলছিল নানা জল্পনা। এছাড়া অভিনেতার অসুস্থতার খবরের মাঝেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে তার মৃত্যুর গুজব। যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন স্ত্রী অভিনেত্রী হেমা মালিনী ও মেয়ে এশা দেওল। তারা মিডিয়ার দায়িত্বজ্ঞানহীন আচরণের তীব্র সমালোচনা করেন।
এবার বাবা হাসপাতাল থেকে ফেরার পর বাড়ির বাইরে ভিড় করা পাপারাজ্জিদের কড়া ভাষায় ধমক দিলেন ছেলে সানি দেওল।
ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, কোনো এক কাজে মুম্বাইয়ের বাড়ি থেকে বাইরে বেরিয়ে আসেন সানি দেওল। বেরিয়েই তিনি দেখেন দেওল বাসভবনের সামনে অসংখ্য পাপারাজ্জি ভিড় করে আছেন। তার বাবা প্রবীণ অভিনেতা ধর্মেন্দ্রকে হাসপাতাল থেকে ছেড়ে দিয়ে বাড়িতে ফিরিয়ে আনার একদিন পরই এই ঘটনা ঘটে।
বাবার অসুস্থতা ও বাড়ি ফেরার পর থেকেই পাপারাজ্জি বাড়ির বাইরে জটলা করে আছেন এবং পরিবারের প্রতিটি গতিবিধি ক্যামেরাবন্দী করার চেষ্টা করছেন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, সানি দেওল রাগি ভঙ্গিতে বাড়ি থেকে বেরিয়ে আসেন।
বাইরে জড়ো হওয়া পাপারাজ্জিদের সামনে দাঁড়িয়ে তিনি প্রথমে হাত জোড় করেন। এরপর বেশ কড়া ও রাগান্বিত স্বরে পাপারাজ্জিদের উদ্দেশ্য করে বলেন, ‘আপনাদের তো লজ্জা লাগা উচিত। আপনাদের ঘরেও তো মা-বাবা আছে, বাচ্চারা আছে, এখনও বোকার মতো ভিডিও করে চলেছেন। আপনার নিজের জন্য লজ্জা হওয়া উচিত।’