
আসন্ন অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ। শুক্রবার (২ জানুয়ারি) বিশ্বকাপে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন আজিজুল হক তামিম।
এবারের যুব বিশ্বকাপ জিম্বাবুয়ের সঙ্গে যৌথভাবে আয়োজন করছে নামিবিয়া। আগামী রোববার (৪ জানুয়ারি) বিশ্বকাপ খেলতে জিম্বাবুয়ের উদ্দেশে ঢাকা ছাড়বে যুবা টাইগাররা।
এবারের অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপে ‘এ’ গ্রুপে খেলবে বাংলাদেশ। ১৭ জানুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে আজিজুল হক তামিমের দল। এরপর ২০ জানুয়ারি নিউজিল্যান্ড ও ২৩ জানুয়ারি যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা।
গত আসরে খেলা দুজন ক্রিকেটার এবারের বিশ্বকাপেও আছেন—পেসার ইকবাল হোসেন ও অফ স্পিনার শেখ পারভেজ জীবন।
দুই বছর পরপর হওয়া অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপে বাংলাদেশ এবার ১৫তম বারের মতো অংশ নিচ্ছে। আগের ১৪ বারের মধ্যে ২০২০ সালে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ।
অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপের বাংলাদেশ দল: আজিজুল হাকিম (অধিনায়ক), জাওয়াদ আবরার (সহ–অধিনায়ক), সামিউন বাসির, পারভেজ জীবন, রিজান হোসেন, শাহরিয়া আল আমিন, স্বাধীন ইসলাম, মোহাম্মদ আবদুল্লাহ, ফরিদ হাসান, কালাম সিদ্দিকী, রিফাত বেগ, সাদ ইসলাম, আল ফাহাদ, শাহরিয়ার আহমেদ ও ইকবাল হোসেন।
স্টান্ডবাই: আবদুর রহিম, দেবাশীষ সরকার, রাফিউজ্জামান, ফারহান শাহরিয়ার, ফারজান আহমেদ, সানজিদ মজুমদার ও মোহাম্মদ সবুজ।