
ভারতের বিপক্ষে হারের পরের দিনই গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের শেষ ম্যাচটি অলিখিত সেমিফাইনাল। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) পাকিস্তানের মুখোমুখি হচ্ছে টাইগাররা। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।
চোটের কারণে ভারতের বিপক্ষে খেলতে পারেননি নিয়মিত অধিনায়ক লিটন দাস। তার জায়গায় দলকে নেতৃত্ব দিয়েছিলেন উইকেটরক্ষক ব্যাটার জাকের আলী অনিক। পাকিস্তানের বিপক্ষেও লিটনের খেলা নিয়ে রয়েছে শঙ্কা।
পাকিস্তান বিপক্ষে খেলার লক্ষ্যে মাঠে এসেছে বাংলাদেশ দল। এ দিনও আইসব্যাগ হাতে নিয়েই মাঠে এসেছেন লিটন। যা তার খেলা নিয়ে শঙ্কা আরও বেড়েছে। বাস থেকে সবার আগে জাকের আলীকে নামতে দেখা যায়।
তবে লিটনের জন্য শেষ পর্যন্ত অপেক্ষা করবে টিম ম্যানেজম্যান্ট। ভারত ম্যাচের পর সংবাদ সম্মেলনে জাকের বলেছিলেন, ‘উনি (লিটন) রিকভারিতে আছেন। কালকের (পাকিস্তানের বিপক্ষে) ম্যাচ পর্যন্ত অপেক্ষা করবো। অবশ্যই শেষ পর্যন্ত চেষ্টা করবো। (একাদশে বাকি) ৩ পরিবর্তন কম্বিনেশন, রেস্ট (বিশ্রাম) মিক্স করেই করা হয়েছে। দলের জন্য যা ভালো তা চিন্তা করে।’