
এশিয়া কাপের ৪১ বছরের ইতিহাসে প্রথম ফাইনালে মুখোমুখি ভারত–পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে এই ম্যাচে টস জিতে পাকিস্তানেকে ব্যাট করতে পাঠিয়েছে ভারত।
ম্যাচের আগে বড় ধাক্কা খেয়েছে ভারত। চোটের কারণে ফাইনালে নেই তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। তার জায়গায় খেলছেন রিংকু সিং। এ ছাড়া ভারত শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ ম্যাচের একাদশ থেকে আরও দুটি পরিবর্তন এনেছে। দুই পেসার অর্শদীপ সিং ও হর্ষিত রানা বাদ পড়েছেন। একাদশে ফিরেছেন যশপ্রীত বুমরা ও শিবম দুবে।
অন্যদিকে বাংলাদেশের সঙ্গে খেলা একাদশ নিয়েই মাঠে নেমেছে পাকিস্তান।
টি–টোয়েন্টির এক নম্বর দল ভারত আছে দুর্দান্ত ফর্মে। গ্রুপ পর্ব ও সুপার ফোর মিলিয়ে ছয় ম্যাচেই অপরাজিত ছিল দলটি। অন্যদিকে বিশ্বের সাত নম্বর দল পাকিস্তান ছয় ম্যাচে হেরেছে দুটিতে—দুটিই ভারতের বিপক্ষে। আজ দুই দলের তৃতীয় সাক্ষাতেও কি আগের ফল হবে, না কাগজ–কলমের সব হিসাব উড়িয়ে দিয়ে শেষ হাসি হাসবে সালমান আগার পাকিস্তান?