
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ চলছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
তিনি বলেন, ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিটের যৌথ প্রচেষ্টায় গতকাল রাত পৌনে ৯টার মধ্যে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় কী পরিমাণ সম্পদের ক্ষতি হয়েছে, তা জানতে অ্যাসেসমেন্ট চলছে।
রোববার (১৯ অক্টোবর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের সামনে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জানান, ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট ও বিভিন্ন বাহিনীর সম্মিলিত প্রচেষ্টায় রাত সাড়ে ৮টা থেকে পৌনে ৯টার মধ্যে আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আসে।
তিনি বলেন, বর্তমানে অ্যাসেসমেন্টের কাজ চলছে এবং কতটুকু সম্পদের ক্ষতি হয়েছে তা নিরূপণের চেষ্টা চলছে। এ বিষয়ে করণীয় নির্ধারণে রোববার (আজ) বিকেল সাড়ে ৩টায় বাণিজ্য মন্ত্রণালয়ে সংশ্লিষ্ট সব সংস্থাকে নিয়ে বৈঠক আহ্বান করা হয়েছে।