
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দাবি করা হয়, রাজধানীতে আওয়ামী লীগের মিছিলে হামলার ঘটনায় জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার ভলকার তুর্ক তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তবে এই দাবিকে ভিত্তিহীন ও ভুয়া বলে শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)’র ফ্যাক্টচেক ও মিডিয়া রিসার্চ ইউনিট ‘বাংলাফ্যাক্ট’।
বাংলাফ্যাক্ট-এর অনুসন্ধানে দেখা গেছে, ভিডিওটি আসলে ২০২৪ সালের ১২ ফেব্রুয়ারির। সেদিন ভলকার তুর্ক জাতিসংঘের এক ফ্যাক্ট ফাইন্ডিং প্রতিবেদনের উপস্থাপনার সময় জুলাই মাসের এক গণঅভ্যুত্থানে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে বক্তব্য দিয়েছিলেন।
ভাইরাল হওয়া ভিডিওটির বিভিন্ন অংশ রিভার্স ইমেজ সার্চ করে জাতিসংঘের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত সেই পুরনো ভিডিওর সঙ্গে হুবহু মিল পাওয়া যায়— বিশেষ করে ভিডিওর ১:৫২ থেকে ২:২৫ মিনিট এবং ২:৪৩ থেকে ৩:০২ মিনিট সময়কাল পর্যন্ত দৃশ্য ভাইরাল ভিডিওর অংশবিশেষ।
সেই পুরনো বক্তব্যে ভলকার তুর্ক বলেন, “তৎকালীন ক্ষমতাসীনদের নির্দেশনায় এবং নিরাপত্তা বাহিনীর সহায়তায় বিক্ষোভ দমন ও ক্ষমতা ধরে রাখতে পরিকল্পিত সহিংসতা চালানো হয়। আন্দোলনের শুরুতে নারীরা সামনের সারিতে ছিলেন এবং তারা লিঙ্গভিত্তিক সহিংসতার শিকার হন।”
বাংলাফ্যাক্ট নিশ্চিত করে জানিয়েছে, ঢাকায় আওয়ামী লীগের মিছিলে হামলার বিষয়ে জাতিসংঘ কিংবা ভলকার তুর্কের পক্ষ থেকে কোনো মন্তব্য বা প্রতিক্রিয়া প্রকাশ করা হয়নি। কোনো আন্তর্জাতিক বা জাতীয় গণমাধ্যমেও এমন কোনো প্রতিবেদন পাওয়া যায়নি।
বাংলাদেশে গুজব, ভুয়া খবর ও অপতথ্য প্রতিরোধে সচেতনতা তৈরিতে কাজ করছে বাংলাফ্যাক্ট।