
১৮২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে বাংলাদেশ। এরপর একাই লড়াই করলেন কেবল তাওহিদ হৃদয়। তবে অন্যপ্রান্তে নিয়মিত উইকেট হারায় টাইগাররা। এতেই আইরিশদের কাছে ৩৯ রানের বড় হারের লজ্জা পেলো লিটন দাসের দল। এই হারে তিন ম্যাচের সিরিজের ১-০ তে পিছিয়ে গেল বাংলাদেশ।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) চট্টগ্রামে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে টস জিতে আইরিশদের ব্যাটিংয়ে পাঠান টাইগার অধিনায়ক লিটন দাস। ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৮১ রান করে আয়ারল্যান্ড।
দলের পক্ষে হ্যারি টেক্টর করেন ৪৫ বলে অপরাজিত ৬৯ রান। এছাড়া টিম টেক্টর ৩২ ও পল স্টার্লিং করেন ২১ রান। বাংলাদেশের পক্ষে তানজিম সাকিব ২টি ও রিশাদ-শরীফুল নেন ১টি করে উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে দলীয় ১৮ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে বাংলাদেশ। তানজিদ তামিম ২, লিটন দাস ১, পারভেজ ইমন ১ ও সাইফ হাসান ৬ রান করে সাজঘরে ফিরে যান।
এরপর জাকেরকে সঙ্গে নিয়ে ৪৮ রানের জুটি গড়েন হৃদয়। তবে দ্রুতই আরও দুই উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। জাকের ২০ ও তানজিম সাকিব ৫ ও রিশাদ-নাসুম রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান।
তবে অন্যপ্রান্ত আগলে রেখে ৩৪ বলে ফিফটি করেন হৃদয়। শেষ পর্যন্ত একাই লড়াই করেন তিনি। ৫০ বলে ৮৩ রানে অপরাজিত থাকেন হৃদয়। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪২ রান সংগ্রহ করে বাংলাদেশ। আয়ারল্যান্ডের পক্ষে ম্যাথুউ হ্যাম্পায়ার্স নেন ৪টি উইকেট।