
পার্থ-ব্রিসবেনের পর অ্যাডিলেড টেস্টেও জয়ের সুবাস পাচ্ছে অস্ট্রেলিয়া। জয় থেকে ৪ উইকেট দূরে থেকে চতুর্থ দিনের খেলা শেষ করেছে অজিরা। এই টেস্টে জয় পেলেই দুই টেস্ট হাতে রেখেই অ্যাশেজ নিজেদের করে নেবে প্যাট কামিন্সের দল।
নিজেদের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ২৭১ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শেষ করেছিল অস্ট্রেলিয়া। শনিবার (২০ ডিসেম্বর) ১৮.৪ ওভার টিকেছে তারা।
১৪২ রানে আগের দিন অপরাজিত থাকা ট্রাভিস হেড ১৭০ রানে আউট হন। নিজের ইনিংসে আরও ২০ রান যোগ করে ৭২ রানে আউট হন ক্যারি। ৮৪.৪ ওভারে অস্ট্রেলিয়া ৩৪৯ রানে অলআউট হওয়ার পর জয়ের জন্য ৪৩৫ রানের লক্ষ্য পায় ইংল্যান্ড।
এমন লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ইংল্যান্ডের। দ্বিতীয় ওভারেই ওপেনার বেন ডাকেটকে ফেরান কামিন্স। ১০ম ওভারে ওলি পোপও তার শিকার হন। স্লিপে পোপের দুর্দান্ত ক্যাচ নেন মার্নাস লেবুশানে। টেস্টে অধিনায়ক হিসেবে অস্ট্রেলিয়ান পেসার কামিন্সের এটা ছিল ১৫০তম উইকেট।
তবে এর মধ্যেও ইংল্যান্ডের হয়ে পাল্টা প্রতিরোধ করেন জ্যাক ক্রলি। টেস্টে ওপেনার হিসেবে নিজের শততম ইনিংসে ১৫১ বলে ৮৫ রান করেন তিনি। তৃতীয় উইকেটে রুটের সঙ্গে ৭৮ ও চতুর্থ উইকেটে হ্যারি ব্রুকের সঙ্গে ৬৮ রানের জুটি গড়েন।
অস্ট্রেলিয়ান অফ স্পিনার নাথান লায়নের বলে বোল্ড হন ৩০ রান করা ব্রুক। ইংল্যান্ডের সংগ্রহ তখন ৪৭.২ ওভারে ৪ উইকেটে ১৭৭। ব্রুকের আউটের পরই মূলত ধীরে ধীরে ছিটকে পড়ে ইংল্যান্ড। শেষ পর্যন্ত ৬ উইকেট হারিয়ে ২০৭ রান সংগ্রহ করে চতুর্থ দিনের খেলা শেষ করে ইংলিশরা। জয়ের জন্য এখনও ২২৮ রান প্রয়োজন তাদের।