
ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। দলে চমকের পাশাপাশি এসেছে একাধিক পরিবর্তন। ঘরোয়া ক্রিকেটে নির্বাচকদের নজর কেড়ে প্রথমবারের মতো ডাক পেয়েছেন ব্যাটার জ্যাক ওয়েদারাল্ড। ওপেনিংয়ে উসমান খাজার সম্ভাব্য সঙ্গী হিসেবে দেখা হচ্ছে ৩১ বছর বয়সী এই ব্যাটারকে।
ওয়েদারাল্ডের সুযোগ পাওয়া মানে তরুণ ওপেনার স্যাম কনস্টাসের বিদায়। পাঁচ টেস্টের ক্যারিয়ারে এখনো নিজের জায়গা পাকা করতে পারেননি তিনি। ওয়েস্ট ইন্ডিজ সফরে তিন ম্যাচে ছয় ইনিংসে করেছিলেন মাত্র ৫০ রান। চলতি শিল্ড মৌসুমেও রান পাননি ধারাবাহিকভাবে। ২২ গড়ে তিন ম্যাচে করেছেন মাত্র ১২২ রান। ওয়েস্ট ইন্ডিজ সফরে বাদ পড়লেও নতুন মৌসুমে দারুণ ফর্মে থেকে দলে ফিরেছেন মার্নাস লাবুশেন। কুইন্সল্যান্ডের হয়ে এবারের মৌসুমে পাঁচটি সেঞ্চুরি আছে তার। তবে নির্বাচকরা এখনো ঠিক করেননি, তিনি ওপেন করবেন নাকি তিনে নামবেন।
পিঠের ইনজুরিতে থাকা নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্সের পরিবর্তে অস্ট্রেলিয়া দলকে নেতৃত্ব দেবেন স্টিভেন স্মিথ। দলে স্মিথের সহ-অধিনায়ক হিসেবে থাকছেন ট্রাভিস হেড। দলে দুই অলরাউন্ডার ক্যামেরন গ্রিন ও বো ওয়েবস্টার। দুজনই থাকায় নির্বাচকদের সামনে এখন নানা সমীকরণ। সম্প্রতি চোট থেকে ফিরেছেন গ্রিন। অন্যদিকে সাম্প্রতিক ব্যাটে-বলে দুই দিকেই কার্যকর ওয়েবস্টার।
অস্ট্রেলিয়ার বোলিং ইউনিটে অভিজ্ঞ নামের ছড়াছড়ি। চোটের কারণে আগের টেস্টে বাইরে থাকা লায়ন ফিরেছেন দলে। তার সঙ্গে থাকছেন মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড ও স্কট বোল্যান্ড। সেই সঙ্গে পেস আক্রমণে নতুন সংযোজন দুই আনক্যাপড বোলার শন অ্যাবোট ও ব্রেন্ডন ডগেট। এ দিকে দুর্দান্ত ফর্মে থাকলেও প্রথম টেস্টে জায়গা পাননি অভিজ্ঞ মাইকেল নেসার। দলে মূল উইকেটরক্ষক হিসেবে আছেন অ্যালেক্স ক্যারি। তার ব্যাকআপ হিসেবে আছেন জশ ইংলিস।
তবে ইংলিস ব্যাটার হিসেবেও বিকল্প হতে পারেন। নির্বাচক কমিটির চেয়ারম্যান জর্জ বেইলি জানিয়েছেন, এখনই চূড়ান্ত একাদশ ঘোষণা করা হবে না। প্রায় সবাই শিল্ডে খেলছে। তাই ফিটনেস ও ফর্ম দেখে পরে চূড়ান্ত দল ঠিক করা হবে। অ্যাশেজের প্রথম টেস্ট শুরু হবে আগামী ২১ নভেম্বর। পার্থের অপটাস স্টেডিয়ামে। বেন স্টোকসকে অধিনায়ক করে গত সেপ্টেম্বরেই নিজেদের ১৬ সদস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড।
পার্থ টেস্টের অস্ট্রেলিয়া দল: স্টিভেন স্মিথ (অধিনায়ক), শন অ্যাবোট, স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, ব্রেন্ডন ডগেট, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, উসমান খাজা, মার্নাস লাবুশেন, নাথান লায়ন, মিচেল স্টার্ক, জ্যাক ওয়েদারাল্ড ও বো ওয়েবস্টার।