
অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজের প্রথম টেস্টের জন্য ১২ সদস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড। পার্থের অপটাস স্টেডিয়ামে টেস্ট ক্রিকেটের এই ঐতিহ্যবাহী লড়াই শুরু হবে আগামী শুক্রবার। তবে এখনো চূড়ান্ত একাদশ নির্ধারণ করেনি ইংল্যান্ড। দলে রাখা হয়েছে পাঁচ পেসার।
জোফরা আর্চার, মার্ক উড, গাস অ্যাটকিনসন, ব্রাইডন কার্স ও অধিনায়ক বেন স্টোকস। ফিটনেস টেস্ট উতরে দলে ফিরেছেন উড। তাই তার খেলা প্রায় নিশ্চিত। ২২ বছর বয়সী অফ স্পিনার বশিরও আছেন স্কোয়াডে। তবে একাদশে তার জায়গা নিশ্চিত নয়।
পার্থের কিউরেটর আইজ্যাক ম্যাকডোনাল্ড জানিয়েছেন, উইকেটে থাকবে ‘পেস ও বাউন্স’। এমন পরিস্থিতিতে চার পেসার ও অলরাউন্ডার স্টোকসকে নিয়ে গড়া একচেটিয়া পেস আক্রমণই হতে পারে ইংল্যান্ডের পরিকল্পনা। তবে পিচের সামান্য শুষ্কতা বশিরের সম্ভাবনা বাড়িয়েছে।
পার্থ টেস্টের ইংল্যান্ড দল: বেন স্টোকস (অধিনায়ক), জোফরা আর্চার, গাস অ্যাটকিনসন, শোয়েব বশির, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, জ্যাক ক্রলি, বেন ডাকেট, ওলি পোপ, জো রুট, জেমি স্মিথ (উইকেটকিপার) ও মার্ক উড।