
অ্যাশেজ সিরিজের পার্থ টেস্টের প্রথম দিনে দাপট দেখায় দুই দলের বোলাররা। দ্বিতীয় দিনেও তা অব্যাহত রেখেছে অজি বোলাররা। ইংল্যান্ডের ১৭২ রানের জবাবে প্রথম ইনিংসে ১৩২ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া।
শনিবার (২২ নভেম্বর) দ্বিতীয় ইনিংসে স্বাগতিক পেসারদের তোপে মাত্র ১৬৪ রানে গুটিয়ে গেছে ইংলিশরা। এতে জয়ের জন্য ২০৫ রানের লক্ষ্য দাঁড়িয়েছে অস্ট্রেলিয়ার সামনে। প্রথম ইনিংস ৭ উইকেট নেওয়া মিচেল স্টার্ক দ্বিতীয় ইনিংসে শিকার করেন তিনটি উইকেট। এতে দুই ইনিংস মিলে ১০ উইকেট শিকার করেছেন এই অজি পেসার।
প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া ১৩২ রানে অলআউট হলে ৪০ রানের লিড পায় ইংল্যান্ড। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ইংলিশ ব্যাটারদের চেপে ধরেন স্টার্ক ও স্কট বোল্যান্ড। তাদের নিয়ন্তিত বোলিংয়ে ৩৪ ওভার ৪ বলে ১৬৪ রানে অলআউট হয় ইংল্যান্ড।
দলের পক্ষে গ্যাস অ্যাটকিনসন করেন সর্বোচ ৩২ বলে ৩৭ রান। এছাড়া অলি পপ ৩৩, বেন ডাকেট ২৮ ও ব্রাইডন কার্স করেন ২০ রান। অস্ট্রেলিয়ার পক্ষে বোল্যান্ড নেন ৪টি উইকেট। এছাড়া স্টার্ক ও ব্রেন্ডন ডগেট নেন ৩টি করে উইকেট।