
নগর ডার্বিতে আধিপত্য দেখিয়ে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে উঠেছে রিয়াল মাদ্রিদ। সেমিফাইনালে অ্যাটলেটিকো মাদ্রিদকে ২-১ গোলে হারিয়ে শিরোপার লড়াইয়ে বার্সেলোনার মুখোমুখি হচ্ছে জাবি আলোনসোর শিষ্যরা।
ম্যাচের মাত্র দ্বিতীয় মিনিটেই গোল করে রিয়ালকে এগিয়ে দেন ফেদেরিকো ভালভার্দে। দ্রুত পাওয়া সেই গোলের পর প্রথমার্ধজুড়ে বেশ কিছু সুযোগ তৈরি করলেও ব্যবধান আর বাড়াতে পারেনি কার্লো আনচেলত্তির দল। এক গোলের লিড নিয়েই বিরতিতে যায় রিয়াল।
দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ানোর চেষ্টা চালাতে থাকে রিয়াল। ম্যাচের ৫৫ মিনিটে দুর্দান্ত ফিনিশিংয়ে দ্বিতীয় গোল করেন রদ্রিগো। এতে ম্যাচে নিয়ন্ত্রণ আরও দৃঢ় হয় লস ব্লাঙ্কোসদের।
তবে তিন মিনিটের ব্যবধানে জবাব দেয় অ্যাটলেটিকো। ৫৮ মিনিটে গোল করে ব্যবধান কমান নরওয়েজিয়ান ফরোয়ার্ড আলেকজান্ডার সরলথ। এরপর একের পর এক আক্রমণ চালায় দিয়েগো সিমিওনের দল। কিন্তু শেষ পর্যন্ত আর সমতায় ফিরতে পারেনি তারা।
এই ম্যাচে রিয়ালের জয়ের বড় নায়ক ছিলেন গোলরক্ষক থিবো কুর্তোয়া। পুরো ম্যাচে অ্যাটলেটিকো ২১টি শট নেয়, যার মধ্যে ছয়টি ছিল লক্ষ্যে। কিন্তু কুর্তোয়ার দৃঢ়তায় একবারের বেশি গোল করতে পারেনি তারা।
এর ফলে এবারের স্প্যানিশ সুপার কাপের ফাইনালে আবারও মুখোমুখি হচ্ছে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। এর আগে সুপার কাপের গত তিন ফাইনালে দুদল মুখোমুখি হয়েছিল, যেখানে দুবারই জয় পেয়েছিল বার্সেলোনা। চলতি মৌসুমে সেই হিসাব পাল্টাতে মরিয়া থাকবে রিয়াল মাদ্রিদ।